সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন প্রস্তুতির বিষয়ে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা বজায় রেখেছে: প্রেস সচিব সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার দেড় ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৩০৩, নিখোঁজ ২৭৯ অস্ট্রেলিয়ায় দুই বিমানের সংঘর্ষে পাইলট নিহত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪ আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র সিডনির সাংস্কৃতিক মঞ্চে নতুন মাত্রা—ঝলমলে আয়োজন “জলসা Night” সেই সাথে “Splash” ব‍্যান্ডের নতুন যাত্রা ৬২ বছর বয়সে বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সেন্ট মেরিজে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের গোলা ১৫০ মিটার উচ্চতায় পৌঁছে যায়

সিডনিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বৃহত্তম ঈদ এক্সিবিশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১১৫ Time View

সিডনির বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ উৎসবমুখর আয়োজন ঈদ এক্সিবিশন ২০২৪ অনুষ্ঠিত হলো গত ১৬ মার্চ (রবিবার) মিন্টো ইনডোর স্পোর্টস স্টেডিয়ামে। সিডনি বাঙালি বুটিক ক্লাবের আয়োজনে ও সিডনি বাঙালি কমিউনিটি ইনক-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির ঢল নামে।

ঈদকে সামনে রেখে আয়োজিত এই এক্সিবিশনে পাওয়া যায় উপমহাদেশের সেরা শাড়ি, গহনা, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, কুর্তি, জুতি, ছোটদের পোশাকসহ নানা ঈদ সামগ্রী। অস্ট্রেলিয়ার ইতিহাসে মার্চ মাসের রেকর্ড তাপমাত্রার মাঝেও সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ক্রেতাদের ভিড় ছিল উপচে পড়া।

এক্সিবিশনের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও ফেডারেল এমপি ড. মাইক ফ্রিল্যান্ডার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ক্যারেন হান্ট এবং কাউন্সিলর মাসুদ খলিল, খালেদ হালাবী ও আশিক রহমান এস। এছাড়া আয়োজকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রাক্তন ফেডারেল এমপি লরি ফার্গাসন ও তার স্ত্রী মৌরিন ওয়ালস, ক‍্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, যার মধ্যে ছিলেন সফিকুল আলম ও নোমান শামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মাইক ফ্রিল্যান্ডার বলেন,

“আজ আমার স্ত্রীর জন্মদিন, তাই আমি আগেই পরিকল্পনা করেছিলাম এই এক্সিবিশন থেকেই উপহার কিনবো। এত চমৎকার ও মানসম্মত কালেকশন সিডনিতে খুব কমই পাওয়া যায়। আমি আগেও এখান থেকে কিনেছি।”

তিনি আরও বলেন,“এই আয়োজন শুধু ব্যবসায়িক নয়, বরং এটি নারী উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা অস্ট্রেলিয়ার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি আয়োজকদের বিশেষ করে সেলিমা বেগমকে ধন্যবাদ জানাই এমন একটি সফল উদ্যোগ নেওয়ার জন্য।”

সিডনি বাঙালি বুটিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা সেলিমা বেগম বলেন,“এই এক্সিবিশনকে উৎসবমুখর ও সফল করার জন্য আমি বুটিক ক্লাবের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ আমাদের এই সংগঠন সিডনির বৃহত্তম নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”

এবারের ঈদ এক্সিবিশনের ডেকরেশনের দায়িত্বে ছিলেন কানিটা হিউম্যানিটি ফার্স্ট। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিডনি বাঙালি বুটিক ক্লাবের সদস্যরা। শব্দ নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন আতিক হেলাল, আর ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন আকাশ দে ও জাহাঙ্গীর আলম।

ঈদ কেনাকাটার সুযোগ আরও একবার দিতে আগামী ২৩ মার্চ (শনিবার) একই স্থানে অনুষ্ঠিত হবে তৃতীয় ঈদ এক্সিবিশন। আয়োজকরা জানান, এবারের আয়োজন আরও বৃহৎ ও আকর্ষণীয় হবে।

সিডনির বাংলাদেশি কমিউনিটির এই বৃহত্তম ঈদ এক্সিবিশন এখন শুধু কেনাকাটার জায়গা নয়, বরং এটি এক মিলনমেলায় পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category