বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

মেলবোর্নে ৯৬-৯৮ অস্ট্রেলিয়ার আয়োজনে ইফতার ও সান্ধ্যভোজ: বন্ধুত্বের মিলনমেলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১১৬ Time View

গত ১৬ মার্চ (রবিবার) ৯৬-৯৮ অস্ট্রেলিয়ার উদ্যোগে মেলবোর্নে এক হৃদয়গ্রাহী ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। সংগঠনের মেলবোর্ন শাখার এডমিন আবু আলম (তান্নু) এর তত্ত্বাবধানে এবং অন্যান্য সদস্যদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই আয়োজনটি এক আনন্দঘন মিলনমেলায় রূপ নেয়।

স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে মেলবোর্নের বিভিন্ন এলাকা থেকে সংগঠনের সদস্যরা উপস্থিত হন। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সকলে ইফতার করেন এবং নামাজ শেষে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করে প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন।

৯৬৯৮ অস্ট্রেলিয়া হলো একটি ব্যাচ-ভিত্তিক বন্ধুত্বের প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশের ১৯৯৬-১৯৯৮ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করা এবং বর্তমানে অস্ট্রেলিয়াতে বসবাসরত শিক্ষার্থীরা যুক্ত রয়েছেন।

এই উষ্ণ পরিবেশে ইফতার আয়োজনে অংশগ্রহণকারীরা একসঙ্গে সময় কাটানোর আনন্দ ভাগ করে নেন এবং ঈদের পর আরও বড় পরিসরে একটি পুনর্মিলনী আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও উপস্থিতির প্রাণবন্ত অংশগ্রহণে ইফতার সন্ধ্যাটি সত্যিই এক স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category