ইংলবার্ন, ১২ মার্চ ২০২৫ – পারস্পরিক সম্প্রীতি, বন্ধন এবং সমাজসেবার অঙ্গীকার নিয়ে অসি টাইগার্স ক্লাব তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এক অনন্য ইফতার আয়োজনের মাধ্যমে। ইংলবার্নের জনপ্রিয় মেজবান রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ৪০ জনেরও বেশি অতিথি, কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন, যা এক মিলনমেলায় রূপ নেয়।
এই আয়োজন শুধুমাত্র ইফতার মাহফিল ছিল না; এটি ছিল একটি নতুন স্বপ্নের সূচনা, যেখানে অসি টাইগার্স ক্লাব ভবিষ্যতে কমিউনিটির জন্য খেলাধুলা, স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার নেয়।
অনুষ্ঠানে অসি টাইগার্স ক্লাবের প্রথম এড-হক কমিটি ঘোষণা করা হয়, যারা সংগঠনের প্রাথমিক কাঠামো গড়ে তোলা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে নেতৃত্ব দেবেন। কমিটির আহ্বায়ক হিসেবে ডা. মোঃ সিরাজ খান দায়িত্ব গ্রহণ করেন, আর ফারুক তালুকদার সদস্য সচিব হিসেবে মনোনীত হন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মুন্না আরমান, সাজ্জাদ সিদ্দিক ও মাসুদ পারভেজ। তাদের নেতৃত্বে ক্লাবটি ধাপে ধাপে সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সম্মানিত কমিউনিটি নেতা ও অতিথি, যারা ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন। অতিথিদের মধ্যে ছিলেন কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আসিক রহমান, মোঃ সাফিকুল আলম, কায়সার আহমেদ, আব্দুস সবাহান ও মানজু তালুকদার। তাঁরা অসি টাইগার্স ক্লাবের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ক্লাবের ভবিষ্যৎ কর্মসূচিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
ইফতার আয়োজনটি শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটি ছিল ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদযাপন। একসঙ্গে ইফতার ও রাতের খাবার উপভোগের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে, যেখানে অতিথিরা ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অসি টাইগার্স ক্লাবের এই যাত্রা কেবল শুরু। কমিউনিটির জন্য খেলাধুলা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চায়।
Leave a Reply