অস্ট্রেলিয়ার সিডনীতে শ্রী চৈতন্য সম্প্রদায়ের ২০ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। গত ২ মার্চ ওয়েন্টওয়ারথ এলাকাস্থ রেডগাম ফাংশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিডনীস্থ ২৫টি মন্দিরের পূজারী ও ব্যবস্থাপক এবং ২২টি সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্চাসেবকসহ কয়েকশত সনাতনী ভক্তরা উপস্থিত ছিলেন। মন্দিরের পূজারী, সংগঠনের সেচ্ছাসেবী এবং সংকীর্তনে আগত অতিথিগন দীর্ঘ ২০ বছর ধরে শ্রীচৈতন্য সম্প্রদায়ের সেবাদানের মধ্যদিয়ে প্রবাসে সনাতনী ধারার অবতারনার বিভিন্ন দিক তুলে ধরে শ্রী চৈতন্য সম্প্রদায়ের পবিত্র উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে ২০ বছরের বিভিন্ন অনুষ্ঠানের উপর নির্মিত ‘স্লাইড সো’ প্রদর্শনের শেষে ‘প্রশিক্ষণ সেশনে’ ধুতি পরা, তিলক পরা এবং গীতা পাঠের নিয়ামাবলী প্রদর্শিত হয়। সবশেষে শ্রী চৈতন্য সম্প্রদায়েরনেতৃত্বে প্রায় ১ ঘণ্টা একনাম সংকীর্তন উপভোগ শেষে সকলে মিলে নামকীর্তনের নৃত্যে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, শ্রী চৈতন্য সম্প্রদায় সিডনীতে প্রতিষ্ঠিত বাংলাদেশী সনাতনীদের প্রথম দল যারা ২০০৩ সাল থেকে মহাশ্মশান যাত্রা, পুজা, গৃহপ্রবেশ, শ্রাদ্ধ অনুষ্ঠান, শোকসভা, রথযাত্রা প্রভৃতি অনুষ্ঠানেএকনাম সংকীর্তন করার মাধ্যমে সনাতনী ধারা লালন-পালনে এক মহতী কাজ করে যাচ্ছেন।