বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

সিডনিতে বিডি হাবের চাঁদ রাত মেলা আগামী ২৩ মার্চ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিডি হাবের উদ্যোগে চাঁদ রাত মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।  আগামী ২৩ মার্চ মিন্টোর ৩৭-৪১ লিংকন স্ট্রিটে বৃহৎ এ মেলার আয়োজন করা হবে। এই উপলক্ষে ১১ ফেব্রুয়ারী সন্ধ্যায় সংগঠনটির কার্যকরী কমিটি তাদের মিন্টুস্থ্ নিজস্ব কার্যালয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

আয়োজক কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান টিপু ও ট্রেজারার মোঃ সাখাওয়াত হোসেন জানান, এই মেলায় থাকছে ১০০ টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল। বাচ্চাদের জন্য থাকছে ফেস পেইন্টিং সহ বিনোদনের হরেক ব্যবস্থা।

সহ সভাপতি শফিক শেখ জানান, মেলায় কোন প্রবেশ মূল্য থাকছে না। পাশাপাশি থাকবে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা।

মিন্টু স্টেশনের অতি সন্নিকটে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা ও সাথে থাকছে আশপাশের রাস্তাতেও পার্কিংয়ের সুযোগ। সহ সভাপতি নিরব জানান, এই চাঁদ রাত মেলা চলবে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত।

সংগঠনের সাধারন সম্পাদক সৈযদ মিঠু ও যুগ্ন সাধারন সম্পাদক ফয়সাল আজাদ জানান, এবারের মেলায় টাইটেল স্পন্সর গ্রাই পাস গ্রুপ। মুখ্য স্পনসর মিন্টু মল, মিন্টু ফ্রুট অর্চার্ড, প্রাইস লাইন ফার্মেসী মিন্টু, প্রপার্টি কেয়ার টেকার রিয়েল এস্টট, সাউথ সিডনি কলেজ, কমনওয়েলথ ব্যাংক জেনারেশন হোমস, জাজ ফুডস ও ব্রস্টার চিকেন। তারা সকল স্পনসরদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

সংগঠনের সভাপতি আব্দুল খান রতন স্ব পরিবারে ও স্ব বান্ধবে এই বৃহৎ চাঁদ রাত মেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category