বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

সিডনিতে বৈধ রেমিট্যান্স নিয়ে অবহিতকরণ সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জানুয়ারি বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল সিডনির উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।

সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন ক‍্যানবেরার চার্জ ড‍্যা অ‍্যাফের্য়াস ড. দেওয়ান মোঃ শাহারিয়ার ফিরোজ।

চার্জ দ্য অ্যাফেয়ার্স মতবিনিময়কালে উল্লেখ করেন, প্রবাসীদের কল‍্যাণে কাজ করছে বাংলাদেশ সরকার। প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর মো. সালাহউদ্দিন প্রবাসীদের ওয়েজ আরনার্স ডেভোলপমেন্ট বন্ডে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি প্রবাসীদের কল্যাণার্থে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ অবহিতকরণ সভায় উপস্থাপন করেন।

সভা বক্তারা বলেন, বৈধ চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠোনোর ফলে দেশ উপকৃত হচ্ছে। প্রবাসীদের অবদানকে উৎসাহিত করতে বাংলাদেশ সরকার প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের ওপর সরাসরি ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রবাসীরা সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের কল্যাণার্থে সরকারের সুদৃষ্টি কামনা করেন। সিডনি প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ এ অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category