বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

সিডনিতে জন্মভূমি টেলিভিশনের ১০ বছর পূর্তিতে আনন্দ উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৯ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মভূমি টেলিভিশনের ১০ বছর পূর্তিতে জন্মভূমি আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর (শনিবার) বিকেলে সিডনির ওয়ালী পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনন্দ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে খোলা আকাশের নীচে বিশাল পর্দায় মেগাস্টার সাকিব খানের সুপারহিট সিনেমা ” তুফান” দেখানো হয়।

প্রথম পর্বে নুসরাত জাহান স্মৃতি ও মলয় বিশ্বাসের সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। জন্মভূমি টিভির আর্কাইভ থেকে এই প্রজন্মের সাদিয়া,আরিয়ানা ও শিল্পীর নাচ সূর্যোদয়ে তুমি প্রদর্শিত হয়। কবিতা আবৃতি করেন নুসরাত জাহান স্মৃতি ও মলয় বিশ্বাস। দেশের গান করে নূতন প্রজন্ম নাবিলা স্রোতস্বীনি।

নৃত্যাঞ্জলি ডান্স অ্যাকাডেমির শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে। গানে গানে শ্রোতাদের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন রণজিৎ দাস।

নৃত্য পরিবেশন করে আনন্দ ধারার শিল্পী বৃন্দ। ফিউশন ডান্স পরিবেশন করে নূতন প্রজন্মের ফারজান জামান। ক্লাসিকাল একক নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্জলি ডান্স অ্যাকাডেমির মৌসুমী সাহা। গান পরবেশন করেন লুৎফা খালেদ।

অনুষ্ঠানে জন্মভূমি টেলিভশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ আসাদ শামসের সঞ্চালনায় মঞ্চে টেলিভিশনটির পরিচালনা পর্ষদ ও বিশেষ অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়। মঞ্চে ছিলেন চেয়ারম্যান আবু রেজা আরেফিন, ভাইস চেয়ারম্যান রাহেলা আরেফিন, নিউজ ও কারেন্ট এফেয়ারর্স ডিরেক্টর নাইম আবদুল্লাহ, স্পেশাল এফেয়ারর্স ডিরেক্টর শাখাওয়াত হোসেন বাবু, প্রোগ্রাম ডিরেক্টর শিরিন আক্তার মুন্নী, আর্ট এন্ড কালচার ডিরেক্টর নুসরাত জাহান স্মৃতি, সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর কাজী সামসুল আলম, প্রোটকল ডিরেক্টর ডঃ মলয় বিশ্বাস, সোশ্যাল এফেয়ারর্স ডিরেক্টর ফারুক আহমেদ।

অতিথিদের মধ্যে ছিলেন মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিউ সাউথ ওয়েলসের সোফি কষ্টিস এমপি, সিটি অফ ক্যান্টারবুরী – ব্যাংকসটাউন ডেপুটি মেয়র কার্ল সালেহ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর মোঃ ইব্রাহীম মাসুদ খলিল, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, কাউন্সিলর শিরিন আক্তার। আমন্ত্রিত অতিথিদের সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেয়া হয়।

এরপর সাকিব খানের সুপারহিট সিনেমা তুফান বিশাল পর্দায় দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category