শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ার বাজিমাত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

ক্রিকেটে অস্ট্রেলিয়ার উল্লাস যেন থামছেই না। একবছরে বিশ্বসেরা শিরোপার হ্যাট্রিক তো আছেই। পুরুষ হোক বা মহিলা- আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটেই দাপিয়ে বেড়িয়েছে হলুদ জার্সিধারীরা।

এবার তিন ম্যাচের টি-২০ সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অজিরা বৃষ্টি আইনে কিউইদের ২৭ রানে হারিয়েছে।

এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী জুনে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত সংস্করণে এটিই অজিদের শেষ সিরিজ ছিলো।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। অকল্যান্ডে শেষ টি-২০তে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ওপেনার ট্রাভিস হেডের টানা তিন চারে ১২ রান পয় অস্ট্রেলিয়া।

পরের ওভারে বাউন্ডারি দিয়ে রানের খাতা খুলে নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনের শিকার হন ৪ রান করা স্টিভেন স্মিথ। তাকে হারানোর পর নিউজিল্যান্ডের বোলারদের উপর চড়াও হয়ে ২৭ বলে ৫১ রান তোলেন হেড ও ম্যাথু শর্ট।

ষষ্ঠ ওভারে বেন সিয়ার্সের শিকার হবার আগে ১টি চার ও ৩টি ছক্কায় ১১ বলে ২৭ রান করেন শর্ট। এরপর সপ্তম ও নবম ওভারে দু’দফায় বৃষ্টির কারণে ম্যাচটি ১৫ ওভারে নেমে আসে।

১১তম ওভারের চতুর্থ বলের পর আবারও দীর্ঘক্ষণ বৃষ্টিতে বন্ধ হয় খেলা। সেখানেই অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করে বৃষ্টি আইনে ১০ ওভারে নিউজিল্যান্ডকে ১২৬ রানের টার্গেট দেন ম্যাচ অফিসিয়ালরা।

তৃতীয় দফায় খেলা বন্ধ হবার আগে ১০ দশমিক ৪ ওভারে ৪ উইকেটে ১১৮ রান করেছিলো অস্ট্রেলিয়া। ৫টি চার ও ১টি ছক্কা হেড ৩০ বলে ৩৩, গ্লেন ম্যাক্সওয়েল ৩টি চার ও ১টি ছক্কায় ৯ বলে ২০, জশ ইংলিশ ৮ বলে ১৪ ও টিম ডেভিড ৩ বলে ৮ রান করেন।

১০ ওভারে ১২৬ রানের টার্গেটে খেলতে নেমে বড় ইনিংস খেলতে পারেনি নিউজিল্যান্ডের টপ-অর্ডার। ফিন অ্যালেন ১৩, উইল ইয়ং ১৪ ও টিম সেইফার্ট ২ রানে ফিরেন।

ষষ্ঠ ওভারের মধ্যে ৫১ রানে ৩ উইকেট পতনের পর জুটি বাঁধেন গ্লেন ফিলিপস ও মার্ক চাপম্যান। ২৯ বলে তাদের অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটিতে হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড।

১০ ওভারে ৩ উইকেটে ৯৮ রান করে ম্যাচ হারে কিউইরা। ৫টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে অপরাজিত ৪০ রান করেন ফিলিপস। ১৫ বলে ১৭ রানে অপরাজিত থাকেন চাপম্যান।

১১ বলে ২৭ রানের পর ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। ৯৮ রান ও ২ উইকেট নিয়ে সিরিজ সেরা হন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।

টি-২০ শেষে আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ওয়েলিংটনে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ৮ মাচ ক্রাইস্টচার্চে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category