বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

সিডনির ক্যাম্পবেলটাউনে প্রথম বারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বইমেলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৭ Time View

সিডনির ক্যাম্পবেলটাউনে প্রথম বারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বইমেলার আয়োজন করা হবে। এ বিষয়ে সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অফ ক্যাম্পবেলটাউন, এ বি স্ট্রিট লাইব্রেরি এবং মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্ট এর যৌথ উদ্যোগে আজ শনিবার(১৬ নভেম্বর) সকালে স্থানীয় এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ক্যাম্পবেলটাউন এলাকায় আগামী বছরের ২২শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠানের ঘোষনা দেয়া হয়।

সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অফ ক্যাম্পবেলটাউনের সভাপতি পারভেজ খান এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. রফিক ইসলাম। তিনি অনুষ্ঠিতব্য বইমেলা এবং ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক ভাষা স্মৃতিস্তম্ভ উদ্যোগের সাথে এর সংযোগ সম্পর্কে বলেন।তিনি সম্বাব্য অনুষ্ঠান সূচী, বইয়ের ষ্টল, লেখক কর্নার, নতুন বই উম্মোচন, শিশুদের অনুষ্ঠান, লেখকদের প্যানেল আলোচনাসহ অন্যান্য বিষয়ে আলোকপাত করেন ।

এ বি স্ট্রিট লাইব্রেরির সভাপতি কামাল পাশা জানান, তাদের সংগঠন এখন ক্যাম্পবেলটাউনের বিভিন্ন এলাকায় ১৬টি কমিউনিটি লাইব্রেরি পরিচালনা করছে। তিনি আরও বলেন, “ আমাদের অভিজ্ঞতা এই বইমেলাকে সহায়তা করবে।”

মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্টের সভাপতি কাউন্সিলর অ্যাশ রহমান ক্যাম্পবেলটাউনের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য চর্চায় তাঁর সংগঠনের অবদানের কথা উল্লেখ করেন । তিনি জানান, তাদের সংগঠন এই আয়োজনে অংশীজন হতে পেরে গর্বিত ।

“নিরালা হোল্ডিংস ”-এর ডিরেক্টর রানা শরীফ এবং আশরাফুজ জামান এই বই মেলাকে স্পন্সর করার আগ্রহ প্রকাশ করেন।

কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, ক্যাম্পবেলটাউনের জন্য একটি আন্তর্জাতিক ভাষা স্মৃতিস্তম্ভের পরিকল্পনা চলছে, যা শিগগিরই জনসাধারণের মতামতের জন্য উন্মুক্ত হবে। এই বইমেলা, স্মৃতিস্তম্ভ প্রকল্প আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর গৌরবকে ধারণ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা, জন্মভূমি টিভির আবু আরেফিন, সিডনি প্রতিদিনের আবু আবদুল্লাহ, প্রশান্তিকার আতিকুল রহমান, আমাদের কথার পূরবী বোস, বার্ডিয়া বাংলা স্কুলের মিলি ইসলাম এবং খোলা আকাশের ড. শাফিন রাশেদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মো: শফিকুল আলম, সাজ্জাদ সিদ্দিকী, আব্দুস সোবহান, আবদুল্লাহ আল মামুন, মুস্তাফিজুর তালুকদার মনজু প্রমূখ ।

বইমেলার তারিখ: ২২ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫ |
সময়: সকাল ১০ টা- সন্ধা ৭ টা
স্থান: গ্রেগ পারসিভাল হল, হেলিনান পার্ক, ইঙ্গলবার্ন ।

সংবাদ সম্মেলনে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category