বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

সিডনিতে ক্যান্সার সচেতনতা ও সহায়তায় “স্টোরিজ অফ হোপ” অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যান্সার সচেতনতা ও সহায়তার জন্য “স্টোরিজ অফ হোপ” অনুষ্ঠিত হয়েছে। গত ১০ নভেম্বর সিডনির এর্মিংটন কমিউনিটি সেন্টারে উদয় ইনক এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে রাজ্যের এমপি, কাউন্সিলরগণ, মেডিক্যাল অনকোলজিস্ট, জেনারেল প্র্যাকটিশনার, ক্যান্সার সার্ভাইভার, স্বাস্থ্য পেশাজীবীরা এবং বিভিন্নসম্প্রদায়ের সমর্থকরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদয় ইনক এর সভাপতি ড. লায়লা আরজুমান বলেন, এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল ক্যান্সার সার্ভাইভারদের শক্তি ওসহনশীলতার গল্প তুলে ধরা, এবং কিভাবে তারা ক্যান্সারের বিরোধেলড়াই করেছেন তাদের গল্প তুলে ধরা, একই সাথে ক্যান্সার প্রতিরোধও চিকিৎসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, এবং ক্যান্সার আক্রান্তদেরপ্রতি সহানুভূতির মনোভাব গড়ে তোলা এবং সহায়কের হাত বাড়িয়ে দেওয়া।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান অতিথি পারামাটার স্টেট সদস্য, ডোনাডেভিস এমপি,অনকোলজিস্ট ড. নাজমুন নাহার, ড. কাজী নাহার, যারা ক্যান্সার চিকিৎসার অগ্রগতির উপর তাঁদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন। তারা ক্যান্সার আক্রান্তদের জীবন বাঁচানোর নানা উদ্যোগ ও উন্নত চিকিৎসার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা সাহসী ক্যান্সার সার্ভাইভাররা ভিক্টোরিয়া বলোনিনা ও লিলি গুব্বে তাঁদের জীবনযাত্রা ও রোগের সঙ্গে সংগ্রামের গল্প শোনান। ক্যান্সার সারভাইভাররা তাদের গল্পের মাধ্যমে ক্যান্সার রোগীদেরকে সাহায্যকরার আহ্বান জানান।
ক্যান্সার কাউন্সিলের কমিউনিটি কোঅর্ডিনেটর অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং ক্যান্সারের প্রাথমিকচিহ্নগুলির দ্রুত শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি ক্যান্সারেরপ্রতিরোধে কমিউনিটির সমর্থন এবং সক্রিয় অংশগ্রহণের অপরিহার্যতা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়তা করেছেন জেনারেল প্র্যাকটিশনার, স্পেশালিস্ট, সার্জন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ক্যান্সার গবেষকরা, স্বাস্থ্য পেশাজীবীরাদের মাঝে ছিলেন ড. আয়াজ চৌধুরী গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট, ড. ধারিণী বালাচন্দ্রন জিপি এবং স্কিনক্যান্সার স্পেশালিস্ট? ড. সাজিদুল ইসলাম জিপি এবং স্কিন ক্যান্সারস্পেশালিস্ট, ড. ফাইজুর রেজা এমন – সার্জন, ওয়েস্টমিড প্রাইভেট হাসপাতাল, ড. শেইখ হায়দার জেনারেল প্র্যাকটিশনার, ড. রোকেয়া ইব্রাহিম ফকির প্রিন্সিপাল জেনারেল প্র্যাকটিশনার, ড. নাসিম জেসি চৌধুরী, জেনারেল প্র্যাকটিশনার, ড. শফিকুর রহমান জেনারেল প্র্যাকটিশনার, ড. মোহাম্মদ রাব্বী জেনারেল প্র্যাকটিশনার, ড. সুব্রত বনিক জেনারেল প্র্যাকটিশনার, ড. সাবিতাবনিক জেনারেল প্র্যাকটিশনার, ড. পল তাওয়াদরোস রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, ড. মাহবুবা খানম মুক্তা জেনারেল প্র্যাকটিশনার, ড. কামরুন নাহার দিনা সিনিয়র রেসিডেন্ট, জেসমিন রহমান জেনারেল প্র্যাকটিশনার, মিস্টার জন মার্টিন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ড. সুরঞ্জনা জেনিফার রহমান হেলথ ম্যানেজার, ড. ফজলুল হক অবসরপ্রাপ্ত অ্যাসোসিয়েট প্রফেসর মেডিসিন এবং হেলথ ফ্যাকাল্টি সিডনি বিশ্ববিদ্যালয় এন্টিক্যান্সার রিসার্চ স্পেশালিস্ট, ড. সুমিত সাহনি সিনিয়র রিসার্চ ফেলো ইন ক্যান্সার রিসার্চ প্রমূখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লর্ড ডেপুটি মেয়র ক্যামেরন ম্যাকলিন, সিটি অফ প্যারামাটা, সাবেক কাউন্সিলরদের মধ্যে ছিলেন মোহাম্মদ জামান টিটু, ড. সাবরিন ফারুকী এও, সাজেদা আক্তার সাঞ্জিদা। স্টোরিজ অফ হোপ’ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন রিজওয়ান চৌধুরী, ড. আবদুল্লাহ আল মামুন, ড. সিরাজুল হক, মোঃ শাফিকুল আলম শফিক, আনিস মাজুমদার, মনিরুল হক জর্জ, মুনিরুল ইসলাম মুনির, ড. এহসান আহমেদ, গামা কাদের, আর জে পারভিন, শ্যামস মওদুদ, জান্নাতুল ফেরদৌস মুন্নী, নাসিম সামাদ, মামুন মুর্শেদ, মুনিরুল ইসলাম মুনির, ড. নাফিসা আসিফ শাগোতা, নিকেশ নাগ, নুসরাত জাহান স্মৃতি, রিয়া মিজান, নিশাত আলম, কানিজ আহমেদ, শারমিন সুচনা, তাম্মি পারভেজ, রাশেদ খান, নাহিদ রুপসা প্রমুখ।
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এস কবির এবং মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সংগৃহীত সমস্ত তহবিল ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়াকে দান করা হয়েছে, যা ক্যান্সার গবেষণা, প্রতিরোধ এবং রোগী সহায়তার চলমান প্রচেষ্টাকে সমর্থন করবে।উদয় ইনক কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category