বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

মেলবোর্নে নারীদের মিলনমেলা সিস্টারহুড ফেস্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশের নারীদের মিলনমেলা সিস্টারহুড ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ অক্টোবর মেলবোর্নের উইলিয়ামস্টাউন টাউনে  অসিবাংলা সিস্টারহুডের উদ্যোগে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

ড. জান্নাত এবং সেজুতি বসন্ত থিমে নৃত্য পরিবেশন করেন রাশ্মি সেহেলি, সায়েরা এবং কুমকুম। নাচের আরো আয়োজন করেন সর্না, নওরিন, তুষ্টি ও জান্নাত, সেই সঙ্গে ফিউশন ড্যান্স পরিবেশন করেন সাজুতি ও তার দল। নৃত্যশিল্পীরা তাদের অসাধারণ প্রতিভার মাধ্যমে অনুষ্ঠানে প্রাণবন্ততা যোগ করেন।

গান পরিবেশন করেন অবনি মাহবুব, আয়েশা মালা এবং তাহসিনা। তাদের মধুর কণ্ঠ এবং আবেগময় গায়ন উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।

এছাড়াও, রওনক রাব্বানী এবং রুমানা জাহান একটি রম্য কবিতা আবৃত্তি করেন, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অতিথিদের জন্য বিশেষ গেম সেগমেন্টও রাখা হয়েছিল, যেখানে সবাই অংশগ্রহণ করে আনন্দ ভাগাভাগি করে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category