বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

সিডনিতে একুশে একাডেমী অস্ট্রেলিয়া’র দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ Time View

অস্ট্রেলিয়ার সিডেনিতে একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক’র দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মতিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রওনক হাসান।
গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টায় সিডনির এ্যাশফিল্ড সিভিক সেন্টারের হল রুমে আয়োজিত সম্মেলন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন এবং অস্ট্রেলিয়ার আদিবাসীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে শুরু করা হয়। অতঃপর সংগঠনের সদস্যদের উদ্দেশে বিগত সাধারণ সভার কার্য বিবরণী, সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের প্রাণবন্ত আলোচনা ও মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে উপস্থাপিত প্রতিবেদনসমুহ গৃহীত হয়েছে।


একুশে একাডেমী অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী সভাপতি মহোদয় পরবর্তী দুই বছরের জন্য চার সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন। ‘একুশে একাডেমী উপদেষ্টা কমিটি’ নামের এই কমিটির চেয়ারপারসন এর দায়িত্ব পালন করবেন ড. স্বপন পাল, এবং সদস্যরা হলেন অভিজিৎ বড়ুয়া, ড. আব্দুল ওহাব ও মফিজুল হক। এখানে উল্লেখ্য যে পরবর্তীতে নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি পদাধিকারবলে উক্ত কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সবশেষে বর্তমান সভাপতি তাঁর বিদায়ী ভাষণের মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা পূর্বক নির্বাচন কমিশনারকে নির্বাচন অনুষ্ঠানের আহবান জানান।
প্রধান নির্বাচন কমিশনার ড. কাইউম পারভেজ এবং নির্বাচন কমিশনার অনীলা পারভীন নির্বাচন পরিচালনা করেন এবং মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী দুই বছরের জন্য (২০২৫-২৭) একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক এর নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। নবনির্বাচিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে ড. সুলতান মাহমুদ এবং বুলবুল আহমেদ (সাজু) যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


নবনির্বাচিত সভাপতি ড. সুলতান মাহমুদ তার শুভেচ্ছা বক্তব্য এর মাধ্যমে দিনের কর্মসূচীর সমাপ্তি টানেন।
সভাপতি ডঃ সুলতান মাহমুদ, সহ-সভাপতি মিসেস পিয়াসা বড়ুয়া, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ (সাজু), সহকারী সাধারণ সম্পাদক তসলিম আহমেদ বাপ্পী, কোষাধ্যক্ষ বেঞ্জামিন গোমেজ, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আশিক সুজন, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান শাহীন, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডঃ শাখাওয়াৎ নয়ন। কার্যকরী কমিটির সদস্য,ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, নেহাল নেয়ামুল বারী, আল নোমান শামীম, ফখরুদ্দীন আহমেদ ফখরুল, শফিকুল লস্কর, নুসরাত জাহান স্মৃতি ও ইসহাক হাফিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category