বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবসে স্মরণসভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৩২ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়। ১৯ অক্টোবর শনিবার অস্ট্রেলিয়ার সিডনিস্থ ওয়েস্টমিডের প্রোগ্রেস হলে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয় ।
১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের টিভি রুমের ছাদ ধ্বসে ৩৯ জন শিক্ষার্থী, কর্মচারী ও অতিথির মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়াও অসংখ‍্য শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়। এরপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ দিনটিকে ঢাবি শোক দিবস হিসেবে ঘোষণা করে।


অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নিহতদের স্মরণ করা হয়। প্রদীপ প্রজ্বলন করেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি আশীষবরন রায় এবং সমীর সরকার। পরে নিহতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরব প্রার্থনা করা হয়। এরপর ভক্তিগীতি ও কোরাস গেয়ে ওই ঘটনার তাৎপর্য ফুঁটিয়ে তোলার চেষ্টা করা হয়।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং ব্রিজবেন থেকে অ্যালামনাই-এর সদস্য ও পরিবারের সদস্যরা অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে দুইটি সংগীত পরিবেশন করেন অনলাইনের মাধ্যমে। আর সিডনি থেকে জ্যোতি বিশ্বাস, বর্ণালী রায়, তপন শীল এবং রূপন্তী পাল গান পরিবেশন করেন । আর আবৃত্তি করেন কবিতা রায়, ফাহিমা মাহজাবিন চন্দ্রা, ড. সজল রায় এবং ড. লাবণ্য শিল্পী।
ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার সভাপতি কামরুল মান্নান আকাশ বলেন, তিনি সেই রাতে হাজির হয়েছিলেন জগান্নাথ হলে এবং যথা সম্ভব সহযোগিতা করেছিলেন।
সভায় আরো বক্তব্য রাখেন বুয়েট আহসান উল্লাহ হল অ‍্যালামনাই অ‍্যাসোশিয়েশন অস্ট্রেলিয়ার প্রতিনিধি উত্তম দত্ত, বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অস্ট্রেলিয়ার প্রতিনিধি অর্পিতা দাস এবং উক্ত ঘটনায় নিহত শিক্ষার্থী নীরন্জন পালের ভাই মনোরঞ্জন পাল।
সভায় সভাপতিত্ব করেন সুবল চৌধুরীর এবং সঞ্চালনা করেন কবিতা রায় ও তপন শীলের ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category