ঢাকার কেরানীগঞ্জ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার রোহিতপুর বোডিং মার্কেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোহিতপুর বোডিং মার্কেটের মায়েল নামে একটি বিরিয়ানির হোটেলে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া জানান, রোহিতপুর বোডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।
Leave a Reply