স্মেল বলছিলেন, সাধারণত পেঙ্গুইন ছানাদের লিঙ্গ সম্পর্কে জানার পর কাপ কেক কেটে উদ্যাপন করা হয়। তবে পেস্তোর ক্ষেত্রে তা হয়ে উঠেছিলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। বিশাল কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
সি লাইফ অ্যাকোরিয়ামে থাকা ৬০টি পেঙ্গুইনের বেশির ভাগের নাম খাবারের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে। পেস্তোর বাবা ব্লেইক। সি লাইফের অন্যতম বয়স্ক ও উঁচু পেঙ্গুইন। তবে পেস্তোকে এখন লালন-পালন করছে টাঙ্গো ও হাডসন নামের তুলনামূলক কম বয়সী দুটি পেঙ্গুইন।
সূত্র: সিএনএন
Leave a Reply