ইংল্যান্ড সফরে থাকা অস্ট্রেলিয়া শিবিরে একের পর এক চোট হানা দিয়েই যাচ্ছে। তালিকায় সর্বশেষ সংযোজন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।
পিঠের চোটে পড়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না ক্যামেরন গ্রিনের। সিরিজের তৃতীয় ওয়ানডের পর পিঠে অস্বস্তির কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন গ্রিন। পরে সিটি স্ক্যান করলে এই অলরাউন্ডারের চোট ধরা পড়ে। ফলে সিরিজের চতুর্থ ওয়ানডেতে একাদশে রাখা হয়নি তাকে।
ইংল্যান্ড সফর শুরুর পর থেকে গ্রিনের চোটে পড়ার আগে অজিদের স্কোয়াডের আরও চার খেলোয়াড় ছিটকে গেছেন। তারা হলেন- নাথান এলিস, জাভিয়ের বার্টলেট, রিলে মেরেডিথ এবং বেন দারউইশ।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্যামেরন গ্রিন পিঠের চোটে পড়েছেন এবং ইংল্যান্ড সফরের বাকি ওয়ানডেগুলোতে খেলতে পারবেন না। তৃতীয় ওয়ানডের পর গ্রিন অস্বস্তি প্রকাশ করলে লন্ডনে স্ক্যান করানোর পর প্রকাশ্যে আসে তার চোট। পরবর্তী পদক্ষেপের জন্য তাকে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো হবে, যেখানে তার খেলার ফেরা সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন করা হবে।’
ঘরোয়া ক্রিকেটে খেলার সময় এর আগেও পিঠে চোট পেয়েছিলেন গ্রিন এবং ২০১৯ সালে ফের একই জায়গায় চোট পান তিনি। পরের বছর আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় তার।
গ্রিন কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনোই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যদি লম্বা সময়ের জন্য তাকে মাঠের বাইরে কাটাতে হয়, তবে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় পড়বে অস্ট্রেলিয়া। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই ট্রফি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ।
গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সিরিজের চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৮৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। সিরিজ এখন ২-২ সমতায় আছেন।
Leave a Reply