গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪:৩০ মিনিটে গোয়ালচামুট মোল্লাবাড়ি সড়কস্ত ফরিদপুর বর্ণমালা সাহিত্য পরিষদ কার্যালয়ে কবি জসীমউদদীন পরিষদের নির্বাহী পরিষদের সভা কবি আবু জাফর দিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ফরিদপুরের প্রয়াত ১৭ জন কবি সাহিত্যিকের স্মরণে স্মরণ সভা শারদীয় দুর্গাপূজার কারণে ৪ ঠা অক্টোবরের পরিবর্তে আগামী ১৮ অক্টোবর শুক্রবার বিকেল তিনটা ৩০ মিনিটে জেলা পরিষদের দ্বিতীয় তলায় মঞ্চে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় পর্বে কবি সাহিত্যিকদের আকাঙ্ক্ষায় অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠ। অংশগ্রহণ করেন কবিক্রম আবু জাফর দিলু, সফিক ইসলাম, নিলয় বিশ্বাস, হারুন অর রশিদ, আরিফ রহমান, ফরিদা সুলতানা, কে এম আজিজুর রহমান, ইলহাম আজিজ, জাকিয়া সুলতানা শিল্পী, বাহারুল ইসলাম বাহার ও মোহাম্মদ রোকনউদ্দিন। কবি কে. এম. আজিজুর রহমানের প্রকাশিত গ্রন্থ কবি নিলয় বিশ্বাস ও শোভা রানী বিশ্বাসকে প্রদান করেন।
সবশেষে সংগীত পরিবেশন করেন পরিষদের সাংস্কৃতিক সচিব শরীফ সোহান, কবি শোভারানী বিশ্বাস, গীতিকার জাহিদ শেখ, কবি কে. এম. আজিজুর রহমান, কবি ফরিদা সুলতানা ও মোহাম্মদ আক্কাস মিয়া।
Leave a Reply