বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

ক্যারি বীরত্বে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিংটা আশানুরূপ হয়নি। ইংল্যান্ডের সামনে এই সংগ্রহ অজিরা রক্ষা করতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা সেই লক্ষ্যটাকেই ইংলিশদের জন্য পাহাড়সমান করে তুলেছিল। শেষ পর্যন্ত জয়টা এসেছে বড় ব্যবধানেই।
শনিবার (২১ সেপ্টেম্বর) লিডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ৪০.২ ওভারে ২০২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
এদিন ব্যাট করতে নেমে ৪৬ রানের উদ্বোধনী জুটি পায় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ২৭ বলে ২৯ রান করেন হেড। ৬৪ রানের মাথায় ম্যাথু শর্টও বিদায় নেন। শর্টও ৩৬ বলে ২৯ রান করেন।
ওয়ান ডাউনে মিচেল মার্শ চারে নামা স্মিথের (৪) সঙ্গে ২৫ এবং পাঁচে নামা মার্নাস লাবুশেনের (১৯) সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন। দলীয় ১৫১ রানের মাথায় মার্শ বিদায় নিলে অস্ট্রেলিয়ার ইনিংসে ভাঙন ধরে। আউট হওয়ার আগে ৫৯ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬০ রান করেন।

ম্যাক্সওয়েল ৭ রানে এবং অ্যারন হার্ডি ২৩ রান করে বিদায় নেন। ২১৬ থেকে ২২১ রানের মধ্যে মিচেল স্টার্ক (০) এবং অ্যাডাম জাম্পাও (৩) আউট হয়ে যান। ২২১ রানে নবম উইকেট হারানোর পর অ্যালেক্স ক্যারি একাই অস্ট্রেলিয়াকে টানেন।
১১ নম্বরে নামা জশ হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে ৪৯ রান যোগ করেন। এই জুটিতে হ্যাজেলউডের অবদান মাত্র ৪ রান! দশম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৬৭ বলে ৮ চার ও ৩ ছয়ে ৭৪ রান করেন ক্যারি।
ইংল্যান্ডের পক্ষে ব্রেডন কার্স ৩ উইকেট শিকার করেন। এছাড়া ম্যাথু পটস, আদিল রশিদ এবং জ্যাকব বেথেল ২টি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি শিকার করেন ওলি স্টোন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬৫ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। বেন ডাকেটের ৩২ রান ছাড়া ওপরের দিকে বলার মতো কেউ কিছুই করতে পারেননি। ষষ্ঠ উইকেটে জাকব বেথেল ও জেমি স্মিথের জুটিতে ৫৫ রান যোগ করে আশা দেখাচ্ছিলেন। কিন্তু সেই জুটি ভাঙে বেথেলের বিদায়ে। ২৫ রান করেন বেথেল।

দলীয় ১৫৯ রানের মাথায় স্মিথও বিদায় নেন। আউট হওয়ার আগে ৬১ বলে ৪৯ রান করেন স্মিথ। তার বিদায়ের পর ইংল্যান্ডের সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষ দিকে কার্স এবং রশিদ ২৫ এবং ২৬ রানের ইনিংসে হারের ব্যবধান কমায়।

মিচেল স্টার্ক ৩টি উইকেট শিকার করেন। এছাড়া হ্যাজেলউড, হার্ডি এবং ম্যাক্সওয়েল ২টি করে উইকেট শিকার করেন। জাম্পা বাকি উইকেটটি শিকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category