শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় কৃষিবিদ দিবস স্পোর্টস ২০২৪ অনুষ্ঠিত

ডঃ আসাদুজ্জামান সেলিম
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৬ Time View

আজকে ১৮ ফেব্রুয়ারী ২০২৪ রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আল্যামুনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া কতৃক আয়োজিত কৃষিবিদ দিবস স্পোর্টস ২০২৪ অনুষ্ঠিত হয় ক্যাম্পবেল্টাউনে অবস্থিত A1 ব্যাডমিন্টন সেন্টারে। সংগঠনের সভাপতি আব্দুল ওয়ারেস বাবুল এর সভাপতিত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আল্যামুনাই অ্যাসোসিয়েশন অস্টেলিয়ার বার্ষিক নিয়মিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি সচিব কৃষিবিদ জনাব সাইদুল ইসলাম মুকুল। অনুষ্ঠানে কৃষিবিদ অস্ট্রেলিয়ার সভাপতির পক্ষে আশারাফ উদ্দিন, কৃষিবিদ ইন্সিটিউট বাংলাদেশ এর অস্ট্রেলিয়া চ্যাপ্টারের সাধারন সম্পাদক পরমেশ চন্দ্র ভট্টাচার্য্য, বর্ষীয়ান বাউ এলামুনাই কৃষিবিদ আব্দুল জলিল বক্তব্য রাখেন। সংগঠনের ক্রীড়া সম্পাদক ওয়াহিদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের সাধারন সম্পাদক ডঃ আছাদুজ্জামান সেলিম তাঁর বক্তব্যে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য TEAM BAUAAA কে ধন্যবাদ জানান।

বিশেষভাবে সত্যজিত, রুবেল, সাথি, রুমানা, আজাদ সহ স্পোর্টস উপ কমিটির সকল সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়জনকে সফল করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। সাধারন সম্পাদক তাঁর বক্তব্যে এই সংগঠনটি দল মত নির্বিশেষে সবার মিলনস্থল হিসেবে গড়ে তোলার অভিপ্রায় পুর্ন:ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আল্যামুনাই অ্যাসোসিয়েশন অস্টেলিয়া এর সবচেয়ে বড় আকর্ষন BAU Alumni Night 2024 এর তারিখ আগামী 18 May 2024 রোজ শনিবার এবং স্থান Red Rose Function Centre, Rockdale ঘোষনা করেন। সংগঠনের সাধারন সম্পাদক এই অনুষ্ঠানের প্রতিটি ইভেন্টের বিজয়ী সবাইকে আগামী ১৮মে ২০২৪ তে অনুষ্ঠিত BAU Alumni Night 2024 এ উপস্থিত থেকে পুরষ্কার গ্রহন করার জন্য অনুরোধ করেন।


পরে সংগঠনের ক্রীড়া সম্পাদক ওয়াহিদ আহমেদ, সহ ক্রীড়া সম্পাদক রুমানা ইয়াসমিন, এজিএস সত্যজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক মেহেরুন নেসা সাথি, সাংস্কৃতিক সম্পাদক কবির চৌধুরী রুবেল সহ সকলের সার্বিক ব্যবস্থাপনায় পুরুষদের ব্যাডমিন্টন, তাস খেলা, মহিলাদের জন্য ব্যাডমিন্টন, লুডু খেলা, পিলো পাসিং খেলা এবং বাচ্চাদের জন্য মার্বেল দৌড় ও বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে অস্ট্রেলিয়ায় অবস্থিত কৃষিবিদ ও তাঁদের পরিবারের সদস্যরা সত:স্ফুর্ত অংশগ্রহন করে দিনটি অনেক উপভোগ্য করে তোলেন। পরিশেষে উপস্থিত সবাইকে দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category