সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

বিপাশা হায়াতের সাথে সিডনি বাংলা ওমেন্স নেটওয়ার্কের গালা লাঞ্চ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৪৬৫ Time View

গত ১৮ই আগস্ট ২০২৪, সিডনির বাই সেন্টেনিয়াল পার্ক এর ওয়াটার ভিউ ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হলো Sydney Bangla Women’s Network (SBWN) আয়োজিত বিপাশা হায়াতের সাথে Gala Lunch। সংগঠনটির বিভিন্ন সেবামূলক কাজের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানটির সব টিকেট বিক্রি হয়ে গিয়েছিল। কানায় কানায় ভরা অডিটরিয়ামে আমন্ত্রিত অতিথিরা বিপাশার পাশাপাশি SBWN এবং এর বিভিন্ন কাজের সাথে পরিচিত হন।

SBWN মূলত তিনটি বিষয়ে কাজ করে-

১) স্পেশাল নিডজ বাচ্চাদের মায়েদের প্রয়োজনীয়তা।
২) বাংলাদেশি সিনিয়ার সিটিজেনদের বিবিধ চাহিদা এবং
৩) নারীর ক্ষমতায়ন।

বিপাশা হায়াত বহুদিন যাবৎ Save The Children এর একজন ব্র্যান্ড এম্বাসেডর। স্পেশাল নিডস শিশুদের নিয়ে তাঁর কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। সেই বিবেচনায় SBWN তাদের Fund Raising প্রোগ্রামে বিপাশা হায়াতকে আমন্ত্রন জানায়।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বিপাশা’র Live Painting এ অতিথিদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব এক অভিজ্ঞতা।

এরপর SBWN এর সভাপতি ডাঃ নাহিদ সায়মা বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে দর্শকদেরকে দেশের সকল শহিদদের উদ্দেশে এক মিনিট নিরবতা পালন করতে অনুরোধ জানান। তাঁর সংক্ষিপ্ত ও চমৎকার বক্তব্যের মধ্য দিয়ে SBWN এর চলার পথের ইতিবৃত্ত তুলে ধরেন। তিনি আরো বলেন, তাদের সামর্থ্য হয়ত স্বল্প, কিন্তু স্বপ্নটা বিশাল। তিনি বিশ্বাস করেন, একাগ্রতা ও সততার সাথে চললে তারা তাদের উদ্দেশ্য নিশ্চয়ই পূরণ করতে পারবেন।

উক্ত অনুষ্ঠানে বিপাশার লেখা একটি টিভি নাটক থেকে রূপান্তরিত শ্রুতিনাটক ‘একি খেলা’ মঞ্চস্থ হয়, যা সকলকে মুগ্ধ করেছে। দর্শকরা পিনপতন নিরবতায় নাটকটি উপভোগ করেছেন।

অতঃপর বিপাশার বেশ কিছু পেইন্টিং এর auction করা হয়। আমন্ত্রিত অতিথিদের জন্য আরো ছিল লাকি ড্র। উল্লেখ্য, এই অনুষ্ঠানে সংগৃহীত অর্থের বেশিরভাগই SBWN এর বিভিন্ন খাতে ব্যয় করা হবে।

বিপাশার সাথে আড্ডা ও আলাপচারিতা ছিল অত্যন্ত অআনুষ্ঠানিক এবং উপভোগ্য। বিপাশা তার অভিনয় জীবনে বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের অবদান স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জানান SBWNকে তাকে সম্মানিত করার জন্য।

বিপাশার সাথে কাটানো সময়টুকু, সকল আমন্ত্রিত অতিথিদের জন্য একটি স্মরনীয় দিন হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category