বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

“নিকাহ বাই নাজিয়া মাহমুদ”- এর ঈদ এবং ব্রাইডাল এক্সিবিশন ২০২৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৩ Time View

১৭ ফেব্রুয়ারি শনিবার সিডনিতে “নিকাহ বাই নাজিয়া মাহমুদ” এর কর্নধার নাজিয়া মাহমুদের উদ্যোগে প্রায় ৫০০০ হাজার ক্রেতা বিক্রেতার সমাগমে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল “বাংলাদেশী ঈদ এবং ব্রাইডাল এক্সিবিশন ২০২৪”। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু ছিল ম্যাকুয়ারী লিংক ইন্টারন্যাশনাল গল্ফ ক্লাবের এক্সিবিশন হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যান্টারবুরী ব্যাংকসটাউন কাউন্সিলের কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা সহ সিডনির বাংলাদেশী কমিউনিটির আরও অনেক গণ্য-মান্য ব্যক্তিবর্গ। একটি বাঙালি বিয়েতে যে সমস্ত আয়োজন ও দ্রব্য সামগ্রী দরকার পরে তার সব কিছু নিয়েই এক্সিবিশনটি করা হয়।যেমন বিয়ের পোষাক আষাক, জুয়েলারী, সাজগোজ, বিয়ে বাড়ির ডেকোরেশন রূপচর্চা খাওয়াদাওয়া সব।

আর তাই সিডনির সব নামকরা বাংলাদেশী রেস্টুরেন্ট ও ক্যাটারিং পেইজ, অনলাইন বুটিক হাউজ গুলো ও ঐতিহ্যবাহী গহনার পেইজ গুলো তাদের আকর্ষনীয় ও বিশেষভাবে বিয়ের অনুষ্ঠানের জন্য উপযুক্ত সম্ভার নিয়ে এই প্রদর্শনীতে অংশ গ্রহণ করে।

এই প্রদর্শনীতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আমাদের ঐতিহ্যের প্রতীক ঢাকাই জামদানির স্বনামধন্য ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান “কারুতন্ত্র”, সম্মিলিতভাবে অস্ট্রেলিয়াতে তাদের যাত্রা শুরু করল সিডনির জনপ্রিয় বুটিক হাউজ “পাড় আঁচল শাড়ীজ”এর সাথে ।


এত বড় পরিসরে এই রকম প্রদর্শনীতে বাঙালি ক্রেতা বিক্রেতাদের উপচে ভরা ভীর সত্যিই আশাব্যাঞ্জক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category