সিডনি সহ সারা অস্ট্রেলিয়াতে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ সমাবেশ চলছে।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী জনগোষ্ঠীর মাঝে উদ্বেগ দেখা গেছে।আর এই আন্দোলনের সাথে একাত্বতা ঘোষনা করে অস্ট্রেলিয়ায় বসবাসরত শিক্ষার্থী ও বাংলাদেশী নাগরিকগন অস্ট্রেলিয়ার প্রতিটি শহরে শান্তিপূর্ন মানববন্ধন, মিছিল ও বক্তব্য প্রদান করছেন।
মেলবোর্নের বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থীরা। ‘কোটা প্রটেস্ট মেলবোর্ন’ নামের একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে তারা গত ১৭ জুলাই, ২০২৪ বুধবার সকাল ১১টায় স্টেট লাইব্রেরি ভিক্টোরিয়া প্রাঙ্গনে এ নিয়ে একটি শান্তি সমাবেশের আয়োজন করে।
গত ১৮ জুলাই, ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৪টায় মেলবোর্ন পার্লামেন্টের সামনে একটি ‘ডেমন্সট্রেশন’-এর ডাক দেয় বাংলাদেশ অস্ট্রেলিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়।
সিডনিতে অবস্থিত বাংলাদেশি স্টুডেন্টরা সবাই গত ১৯ জুলাই (শুক্রবার) বিকাল ৩টায় স্থানীয় টাউন হলে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নীপিড়ন এবং হত্যার প্রতিবাদে সভা ও প্রতিবাদ সমাবেশ করেছে।একইদিনে
বিকাল চারটায় সিডনির বাংলাটাউন ল্যাকেম্বাতেও সর্বস্তরের বাংলাদেশীরা এক প্রতিবাদ সভার আয়োজন করে।
২০ জুলাই (শনিবার) বিকেলে সিডনির মিন্টুস্থ রেড ফার্ন পার্কে সিডনিতে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নীপিড়ন এবং হত্যার প্রতিবাদে সভা ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলুমনি, বাংলাদেশী শিক্ষার্থী সহ সর্বস্তরের বাংলাদেশীরা দল মত নির্বিশেষে অংশ গ্রহন করেন।
এছাড়া পার্থ,এডেলেইড, ব্রিসবেনেও বাংলাদেশী শিক্ষার্থীও বাংলাদেশী নাগরিকগন কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা ও নিহত ছাত্রদের বিচারের দাবীতে সমাবেশ ও মিছিল করেছে।
আগামী কাল ২১শে জুলাই রবিবার সিডনির টাউলহল, জর্জ স্ট্রীটে সকাল ১০টায় “শিক্ষার্থী বাঁচাও বাংলাদেশ বাঁচাও”
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে।
শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলার এখনই সময়। এই লক্ষ্যে সকল বাংলাদেশী ছাত্রদের এই সমাবেশে যোগদান করার জন্য আহ্বান করা হয়েছে।
Leave a Reply