১৩ জুলাই শনিবার ২০২৪ অট্টিমো ফাংশান সেন্টারে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কেম্বেলটাউন সিটি কাউন্সিল নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে লেবার পার্টির ক্যাম্পেইন লন্চ এবং ফান্ডরেইজিং অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ার অন্যতম প্রদেশ নিউ সাউথ ওয়েলস্ যার রাজধানি হচ্ছে সিডনি। নিউ সাউথ ওয়েলস্ এর রাজ্যব্যাপী স্থানীয় সরকারের নির্বাচন ২০২৪ আগামী ১৪ সেপ্টেম্বর একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয় সরকারের অংশ হিসেবে কেম্বেলটাউন সিটি কাউন্সিলের নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে ১৩ জুলাই ২০২৪ অট্টিমো হাউজে (ফাংশান সেন্টার) লেবার পার্টির ক্যাম্পেইন লন্চ এবং ফান্ডরেইজিং অনুষ্ঠিত হয়।
জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিউ সাউথ ওয়েলস্ রাজ্য সরকারের স্থানীয় সরকারের মাননীয় মন্ত্রী এবং লীডার অব দি লেজিলেটিভ এ্যাসেম্বেলি জনাব রন হোনিগ (Ron Hoenig) এমপি তাঁর অনুপ্রেরনামূলক বক্তব্য রেখে অনুষ্ঠিতব্য ১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকারে লেবার পার্টির বিজয় নিশ্চিতকরনে টীম ওয়ার্কের ওপর গুরুত্বারোপ করে লেবার পার্টির ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা ঘোষনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে ডঃ মাইক ফ্রিল্যান্ডার (Mike Freelander) ফেডারেল মেম্বার ফর ম্যাকারথার, এ্যান স্ট্যানলি (Anne Stanley), ফেডারেল মেম্বার ফর ওয়েরিয়া, আনুলাক চন্টিভং (Anoulac Chantivong), স্টেট মেম্বার ফর ম্যাক্যুয়ারিফিল্ডস, মিনিস্টার ফর বেটার রেগুলেশন এন্ড ফেয়ার ট্রেডিং, মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিজ এন্ড ট্রেড, মিনিস্টার ফর ইননোভেশন, সায়েন্স এন্ড টেকনোলোজী, মিনিস্টার ফর বিল্ডিং এন্ড কারেকশান, স্টেট মেম্বার ফর লিভারপুল কারিশমা কালিয়ান্দা (Charishma Kaliyanda), স্টেট মেম্বার ফর লেপিংটন নেইথান ম্যাথিউ হ্যাগার্টি (Nathan Matthew Hagarty), ক্যাম্ডেন সিটি মেয়র এ্যাশলি ক্যাগনি ((Ashleigh Cagney)।
অনুষ্ঠানটির এমসিইং করেন স্টেট মেম্বার ফর কেম্বেলটাউন গ্রেগ ওয়ারেন (Greg Warren)।
অনুষ্ঠিতব্য ১৪ সেপ্টেম্বর ২০২৪ কেম্বেলটাউন সিটি কাউন্সিল নির্বাচনে স্থানীয় লেবার পার্টি নেতা কাউন্সিলর ডার্সি লাউন্ড (তাঁর ৯ সদস্যের টীমের নাম (প্রার্থীতা) ঘোষনা করেনঃ
1. কাউন্সিলর ডার্সি লাউন্ড (Darcy Lound),
2. কাউন্সিলর মেগ ওটস (Meg Oates),
3. কাউন্সিলর মাসুদ চৌধুরী (Masood Chowdhury),
4. কাউন্সিলর ক্যারেন হান্ট (Karen Hunt),
5. ইসাবেলা উইসনিস্কা (Isabella Wisniewska),
6. আশিকুর রহমান এ্যাশ (Ashiqur Rahman Ash)
7. ডেভিড ওয়েবলিন (David Weblin),
8. পারভেজ খান (Parveze Khan),
9. মিনা স্কান্দারি (Mina Skandari)।
উল্লেখ্য যে কেম্বেলটাউন সিটি কাউন্সিলে মোট ১৫ জন কাউন্সিলর নির্বাচিত হবে। সেক্ষেত্রে লেবার পার্টিকে কাউন্সিল চেম্বারে মেজরিটি পেতে অবশ্যই কমপক্ষে ৮ টি কাউন্সিলর পজিশনে জিততে হবে। অস্ট্রেলিয়ায় সরকারের সকল পর্যায়ে পার্লামেন্টারিয়ান ফর্মকে অনুসরন করা হয়।
Leave a Reply