বাংলাদেশের বৃহত্তম ও সর্ব প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ। গত ২৩ জুন ছিল এই প্রাচীন রাজনৈতিক দল তথা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ অষ্ট্রেলিয়া শাখা সিডনির ল্যাকেম্বাস্থ ধানসিঁড়ি রেস্টুরেন্টে উদযাপন করে দলের এই বিশেষ দিনটি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. সিরাজুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ড. মাসুদুল হক, ড. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও সাংবাদিক আকিদুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি, ওয়েলটাইম ফাইনান্সের পরিচালক শাহ কামাল, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, মোসলেউর রহমান খুশবু, আব্দুস শাকুর, বজলুল আজাদ, ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-অর্থ বিষয়ক সম্পাদক ফাহাদ আজগর, ভয়েস অফ সিডনির সম্পাদক অর্ক হাসান প্রমুখ।
Leave a Reply