বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার মীনা বাজার আগামী ১৭ আগস্ট ২০২৪ শনিবার সিডনির ইঙ্গেলবার্ন এর গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে।এই মীনা বাজার সফল ও সুন্দরভাবে আয়োজন করার লক্ষে গতকাল সিডনির গ্লেনফিল্ডে লেডিস ক্লাবের সদস্য আর, জে ,পারভীন এর বাসায় সকল সদস্যরা এক প্রস্তুতি সভায় মিলিত হয়।
বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি শিরীন আখতার মুন্নির সঞ্চালনায় এই সভায় আগামী ১৭ আগস্টের মীনা বাজার কিভাবে সুন্দর ও সফল করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে এই মীনা বাজার দুপুর ১২ টা থেকে শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলবে।মীনাবাজারে প্রবেশ মূল্য নেই এবং ভেন্যুর আশে পাশে পার্কিং এর সুব্যবস্থা আছে।
এটি হবে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার মীনা বাজারের তৃতীয় আয়োজন। সিডনির সকল নারী উদ্যোক্তাদের সহায়তা করাই এই আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয় বিভিন্ন বুটিকস , শাড়ি , রকমারি পোশাক ,গহনা , মেহেদি, শিশুদের খেলনার ষ্টল থাকবে। এছাড়াও লেডিস ক্লাবের সদস্যদের পরিচালনায় নানারকম মুখরোচক খাবার, পিঠাপুলি ও চায়ের ষ্টল থাকবে।
উক্ত মীনা বাজারে স্টল নিতে আগ্রহীদের ক্লাবের প্রেসিডেন্ট রাহেলা আরেফীন, জেলারেল সেক্রেটারী শিরিন আক্তার মুন্নী অথবা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. শায়লা ইসলামের সাথে যোগাযোগের অনুরোধ করেছেন।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া মীনা বাজার থেকে সংগৃহিত অর্থ বাংলাদেশের নারীদের সহায়তা করার জন্য অস্ট্রেলিয়ান দাতব্য প্রতিষ্ঠান ডেইজ ফর গার্লসকে ইঙ্গেলবার্ন রোটারী ক্লাবের মাধ্যমে দেয়া হবে। এছাড়াও ফিলিস্তিনি নারী ও শিশুদের সাহায্যার্থে উল্লোখযোগ্য পরিমান অর্থ দেয়া হবে।
পরিশেষে ক্লাবের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply