গত ৯ জুন (রবিবার) আনুমানিক বাংলাদেশ সময় ১২ ঘটিকায় সিডনী প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মোহাম্মদ সফিকুল আলমের মা শরীফা তুন নেছা আকস্মিক ভাবে চলে গেলেন না ফেরার দেশে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন । ৯ই জুন ছিল মোঃ শফিকুল আলমের জন্মদিন । সর্বজন শ্রদ্ধেয় গামা কাদিরের নেতৃত্বে মোঃ সফিকুল আলমের জন্মদিন পালন করার প্রস্তুতি নেয়া হয়েছিল স্থানীয় রেস্টুরেন্ট ল্যাকেম্বার ধানসিঁড়ি রিসেপসন হল রুমে। প্রস্তুতির সব পর্ব শেষ এবং অনুষ্ঠানের সমন্বয়কারী হিসাবে সর্বজন শ্রদ্ধেয় গামা কাদির অনুষ্ঠান স্থলে পৌঁছার পরপরই মোঃ সফিকুল আলমের ফোন এবং ফেইসবুকে স্ট্যাটাসে সবাই তার আকস্মিক মৃত্যু সংবাদের কথা জানতে পারেন।
গামা কাদিরের নেতৃত্বে তিনি উপস্থিত অতিথিদের শোক সংবাদ ঘোষনা দিয়ে অনুষ্ঠানকে জন্মদিনের অনুষ্ঠানের পরিবর্তে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করার জন্য দোয়ার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। উপস্থিত সকল অতিথি সদ্য মাতৃহারা সফিকুল আলমকে শোক ও সমবেদনা প্রকাশ করে এবং তাদের বক্তব্যে মায়ের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। যাদের মা-বাবা বেঁচে আছেন তারা যেন সবাই মায়েদের শ্রদ্ধা এবং কর্তব্যের কোন রকমের ত্রুটি না হয় সেদিকে বিশেষ নজর রাখার জন্য অনুরোধ করেন। মা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ তার সঠিক দেখভাল করার পূর্ণ দায়িত্ব সকল সন্তানের কর্তব্য। জনাব শামিম রহমান পবিত্র কোরানের কয়েকটি আয়াত থেকে আল্লাহ্ নির্দেশ, মার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিশ্লেষণ করেন।
আলোচনায় অংশ নেন জনাব ড. সিরাজুল হক, জনাব কায়সার আহম্মেদ, ক্যাম্বেল টাউন কাউন্সিলের কাউন্সিলার জনাব মাসুদ চৌধুরী, জনাব ড. রফিকুল ইসলাম, জনাব আবদুল জলিল, জনাব সাজ্জাদ সিদ্দিকী, জনাব নজরুল ইসলাম সাচ্চু, আশিক রহমান, জনাব আবদুস সোবহান এবং জনাব অপু সারওয়ার ও জনাব ইফতেখার উদ্দিন ইফতু। উপস্থিত নারীদের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন। মিসেস লিলি ইসলাম, পূরবী পারমিতা বোস এবং নেন্সি লীনা ব্যারল ।
আলোচনা পর্ব শেষে জনাব শামিম রহমান প্রয়াত মরহুমা শরীফা তুন নেছার আত্মার মাগফেরাত কামানা এবং উপস্থিত সকল অতিথিদের প্রয়াত মা এবং বাবার জন্য পরম করুনাময় সৃষ্টিকর্তার নিকট বিশেষ প্রার্থনা, সদ্য প্রয়াত মরহুমা শরীফা তুন নেছাসহ উপস্থিত অতিথির সকল প্রয়াত বাবা ও মা’কে যেন জান্নাতুল ফেরদৌসে স্থান করে দেন। সদ্য মাতৃহারা মোঃ সফিকুল আলমের পরিবারের সকল সদস্যরা যেন এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন। দোয়া মাহফিলের জনাব গামা কাদিরের সাথে সার্বিক সহযোগিতা করে মাকসুদুর রহমান সুমন এবং লিটন মাঝী।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত প্রার্থনায় আগামী শুক্রবার ১৪ জুন ২০২৪ মাগরিব বাদ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে (13-17, Eagleview Road, Minto) এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মরহুমার পরিবারের পক্ষ থেকে সিডনির বাসীদের এই দোয়া মাহফিলে উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহনের বিনীত অনুরোধ করা হয়েছে।
Leave a Reply