চলতি লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারাণসী থেকে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কংগ্রেসের প্রবীণ নেতা অজয় রাইকে ১ লাখ ৫২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ১৭০। অজয় রাই পেয়েছেন ৪৬০৪৫৭টি ভোট।
মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী তার প্রতিদ্বন্দ্বী তথা সমাজবাদী পার্টির শালিনী ইয়াদভকে হারিয়েছিলেন সাড়ে ছয় লক্ষেরও বেশি ভোটে।
এছাড়া নরেন্দ্র মোদির ডান হাত হিসেবে পরিচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও গান্ধীনগর আসনে জয়ী হয়েছেন। ৫ লাখ ২৬ হাজার ভোটে জয়লাভ করলেন মোদির ডানহস্ত এই বিজেপি নেতা। কংগ্রেসের প্রার্থী সোনাল প্যাটেলকে দুই লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।
গান্ধীনগর আসনটির অবস্থান ভারতের গুজরাট রাজ্যে। আসনটি ১৯৮৯ সাল থেকে বিজেপির দখলে রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গান্ধীনগর আসনে বিজেপির হেভিওয়েট প্রার্থী অমিত শাহ প্রায় ৬ লাখ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন।
Leave a Reply