আরো একটা বিশ্বকাপ আসরের ফাইনালের মঞ্চে ভারত-অস্ট্রেলিয়া। এর আগে ছিল জাতীয় দলের বিশ্বকাপ, আর এবার অনূর্ধ্ব-১৯ দলের। আর দুটি বিশ্বকাপের ফাইনালে পক্ষ-প্রতিপক্ষ একই। রোববার দুপুর ২টায় উইলোমোরি পার্কে যুব বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এ দু’দল।
সম্প্রতি বৈশ্বিক আসরে টেস্ট কিংবা ওয়ানডেতে যেন ভারত-অস্ট্রেলিয়ারই রাজত্ব। জাতীয় দলের মতো বয়স ভিত্তিক টুর্নামেন্টেও এ দু’দলেরই আধিপত্য রয়েছে। এবার আরো একটা বিশ্ব আসরের ফাইনালের মঞ্চে ভারত-অস্ট্রেলিয়া।
২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে শুরু। ওভালে রোমাঞ্চকর সেই টেস্টে ভারতীয়দের ২০৯ রানে হারিয়ে প্রথমবারের মতো টেস্টে চ্যাম্পিয়নশিপের সেরার তকমা গায়ে জড়ায় অজিরা। প্রথম ইনিংসে অজিদের করা ৪৬৯ রানের জবাবে ভারত করে মাত্র ২৯৬ রান। পরে ২৭০ রানে ইনিংস ঘোষণা করে, ভারতকে ৪৪৪ রানের অসম্ভব এক টার্গেট ছুঁড়ে দেয় ক্যাঙারুরা। কিন্তু মাত্র ২৩৪ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া।
টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো ওয়ানডে বিশ্বকাপেও এ দু’দলের সামনে দাঁড়াতে পারেনি ভারতের কেউই। তবে পুরো আসর জুড়ে একক রাজত্ব দেখানো টিম ইন্ডিয়া বড় হোঁচট খায় মেগা ইভেন্টের ফাইনালে। ঘরের মাঠে রোহিত বাহিনীর চোখের সামনে দিয়ে ১৬তম আসরের শিরোপা নিয়ে যায় প্যাট ক্যামিন্সের দল।
এবার এই দুই পরাশক্তি দক্ষিণ আফ্রিকার উইলোমোরি পার্কে মুখোমুখি হবে যুব বিশ্বকাপের ফাইনালে। যদিও সে ম্যাচে সমীকরণের দিক থেকে এগিয়ে ভারতই, কেননা আসরের এখন পর্যন্ত ৬ ম্যাচের একটিতেও হারেনি ভারতীয় যুবারা। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ছাড়াও সর্বোচ্চ ৫ বার শিরোপা জয়ী দল এই ভারত।
অন্যদিকে ১৯৮৮ সালের প্রথম আসরের শিরোপা জয়ী অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে সবশেষ শিরোপা জিতেছে ২০১০ সালে। পরের আসর গুলোতে ফাইনাল তো দুর সেমিফাইনাল পেরুতে পারেনি অজিরা। তবে এবার বেশ ভালো ছন্দেই আছে অস্ট্রেলিয়া। নিজেদের ছয় ম্যাচের একটিতেও হারের স্বাদ পায়নি অস্ট্রেলিয়ান যুবারা। দলের ক্রিকেটারও আছেন দারুণ ফর্মে।
ফাইনালে বিশ্বকাপে রোহিতদের হারানোর বদলা নিতে চাইবে ভারতের যুবরা। আর সিনিয়রদের মতো শিরোপা জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে অস্ট্রেলিয়ান যুবারা। তবে শেষ হাসি কারা হাসে সেটাই এখন দেখার অপেক্ষা।
Leave a Reply