বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের অধ্যক্ষ রুমানা খান মোনা ও উপাধ্যক্ষ অনজুমান আরা আইরিন নিযুক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৬৫ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের নবগঠিত কার্যকরী কমিটিতে আগামী ১ বছরের জন্য অধ্যক্ষ পদে রুমানা খান মোনা ও উপাধ্যক্ষ পদে অনজুমান আরা আইরিনকে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার (৫ মে) স্কুল প্রাঙ্গণে কার্যকরী কমিটির প্রথম সভায় এই নিয়োগ চূড়ান্ত করা হয়।

বর্তমান অধ্যক্ষ রুমানা খান মোনা বিভিন্ন সময়ে স্কুলের কার্যকরী কমিটির সদস্য, কোষাধ্যক্ষ, প্রশাসনিক প্রধানসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জ্যেষ্ঠ শিক্ষক অনজুমান আরা আইরিন দীর্ঘ সময় ধরে স্কুলের বিভিন্ন শ্রেণিতে পাঠদান করা ছাড়াও স্কুল আয়োজিত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় দায়িত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।

অস্ট্রেলিয়ার এই ক্যাম্বেলটাউন বাংলা স্কুলটি প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীদের জন্য উন্মুক্ত থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category