গত ২১ এপ্রিল রবিবার সিডনির ইঙ্গেলবার্ন রিজার্ভে ‘পড়ুয়ার আসর’ আয়োজন করে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী
উদযাপনের।
আগত অতিথিদের সকলের পরনের লাল সাদা রঙের শাড়ি ও পাঞ্জাবীতে একটি উৎসবময় পরিবেশ তৈরী হয়।অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সাংগঠনিক আলোচনা। এই পর্বে কোষাধক্ষ্য রওশন পারভীন বিগত বছরে পড়ুয়ার আসরের ফিনান্সিয়াল রিপোর্ট উপস্থাপন করেন।এছাড়া পড়ুয়ার আসরের পরবর্তী পাঠ পর্ব ও সাহিত্য আসর এবং বর্ষপূর্তি অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েও সকল সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সদস্য রোকেয়া আহমেদের প্রথম বই ‘আরশিতে মুখ’ নিয়ে ছিল একটি বিশেষ আয়োজন।নাসরিন মোফাজ্জলের সঞ্চালনায় বই নিয়ে আলোচনা করেন সংগঠন সদস্যরা। “আরশিতে মুখ” বই নিয়ে আলোচনায় আরো অংশ নেন সিডনির শ্রদ্ধেয় ব্যক্তিত্ব গামা আব্দুল কাদির, সংগঠক শাহাদাত হোসেন, সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ সফিকুল আলম, কবি,লেখক ও রাজনীতিবিদ নোমান শামীম ও শামীম আহমেদ।
এবং প্রথমবার বই প্রকাশিত হওয়ার জন্য সংগঠন থেকে রোকেয়া আহমদ কে
সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন নুরুন্নাহার বেগম বিউটি ও মাহবুব মোর্শেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট কলামিস্ট
অজয় দাশগুপ্ত। তিনি সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ও বইপাঠের গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন।এবং পড়ুয়ার আসরের পক্ষ থেকে রোকেয়া আহমেদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে দুপুরের খাবারের ছিল নানা রকম দেশীয় জলখাবার সহ দুপুরের খাবারের আয়োজন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবু তারিক ও নাঈম আবদুল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নাসরিন মোফাজ্জল।
Leave a Reply