মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘন কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা অস্ট্রেলিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন সিডনিতে বিএনপির উদ্যোগে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিনের পদত্যাগ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা নিহত ৯ সিডনিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বিজয় দিবস উদযাপন কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ হা‌দির দাফন সম্পন্ন সিডনিতে লিভারপুল ইসলামিক সেন্টারের বার্ষিক মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত কবি নজরুলের পাশে সমাহিত হবেন ওসমান হাদি

ত্রাণের বস্তা মাথায় পড়ে গাজায় নিহত ১৮

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৭৪ Time View

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ১৮ জন নিহত হয়েছেন। গাজার উত্তরাঞ্চলে ভূমধ্যসাগর তীরের কাছে বিমান থেকে ত্রাণ ফেলার সময় এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় ত্রাণের বস্তা মাথায় পড়ে নিহত হন ১২ জন এবং সেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান আরও ৬ জন। খবর এএফপির।

মঙ্গলবার (২৫ মার্চ) এই ট্রাজেডি ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস।

বিবৃতিতে এসব তথ্য জানিয়ে হামাসের পক্ষ থেকে বলা হয়, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ, দয়া করে বিমান থেকে ত্রাণের বস্তা ফেলা বন্ধ করুন। তার পরিবর্তে সড়ক পথে ত্রাণ পাঠানোর ক্ষেত্রে যসব প্রতিবন্ধকতা রয়েছে, সেসব দূর করতে পদক্ষেপ নিন।’

ইসরায়েলি বাহিনীর গত ছয় মাসের অভিযানে গাজায় নিহত হয়েছেন ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ৭৪ হাজার মানুষ।

অন্যদিকে ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ সেনা। সেই সঙ্গে ২৪০ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিলেন হামাস যোদ্ধারা তাদের মধ্যে এ পর্যন্ত মুক্তি দেওয়া হয়েছে ১০৮ জনকে।

গাজা উপত্যকার এক তৃতীয়াংশ মানুষ জাতিসংঘ ও অন্যান্য দাতা দেশ ও গোষ্ঠীগুলোর ত্রাণের ওপর সরাসরি নির্ভরশীল। উপত্যকায় অভিযান শুরুর সময় থেকে সেখানে ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী, ফলে খাদ্যের অভাবে গত ফেব্রুয়ারি থেকে মৃত্যুর মিছিল শুরু হয়েছে গাজায়।

এই পরিস্থিতিতে ওই মাস থেকেই আকাশ পথে গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা বিশ্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category