বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

চাঁদ রাত মেলা নিয়ে বিডি হাব সিডনির প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৩২ Time View

আগামী ৭ এপ্রিল (রবিবার) মিন্টো ট্রেন স্টেশন সংলঘ্ন ৩৭-৪১ লিংকন স্ট্রীটে ভেন্যুতে বৃহৎ চাঁদ রাত মেলার আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশি সংগঠন বিডি হাব সিডনি ।

আসন্ন এই বৃহৎ আয়োজন উপলক্ষে ২৫ মার্চ সোমবার সন্ধ্যায় মিন্টোর নওয়াব রেস্টুরেন্টে উক্ত চাঁদ রাত মেলার প্রস্তুতি নিয়ে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির পক্ষে বিডি হাবের সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে প্রস্তুতি সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ রহমান মিঠু। সভায় উপস্থিত সকলের বিভিন্ন মতামত ও পরামর্শ বিশেষ করে চাঁদ রাত মেলার অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানকে আকর্ষনীয় করার লক্ষে বিশেষ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

হাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান টিপু জানান, এই মেলায় থাকছে প্রায় ১০০ টিরও বেশি নানারকম পোষাক , রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল। বাচ্চাদের জন্য থাকছে ফেস পেইন্টিং ও খেলনা সামগ্রী স্টলসহ বিনোদনের হরেক ব্যবস্থা।

হাবের সহ সভাপতি শফিক শেখ জানান, মেলায় কোন প্রবেশ মূল্য থাকছে না। মিন্টু স্টেশনের অতি সন্নিকটে এই মেলা প্রাঙ্গণে থাকবে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা ও আশপাশের রাস্তাতেও থাকবে পার্কিংয়ের সুযোগ।

ভাইস প্রেসিডেন্ট নিরব জানান, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মেলায় স্টল বরাদ্দ চলছে। এই চাঁদ রাত মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।

ট্রেজারার মো শাখাওয়াত হোসেন বলেন,” পরিবারে ও বন্ধু বান্ধব নিয়ে এই বৃহৎ চাঁদ রাত মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনার সুযোগ পাবে সকলে, তাই কমিউনিটির সকলে এই মেলায় যোগ দেবার আমন্ত্রন জানান তিনি।
সভা শেষে উপস্থিত সকলকে ইফতার ও রাতের খাবারে আপ্যায়িত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category