আগামী ৩০ শে মার্চ শনিবার সন্ধ্যা ৬টায় সিডনির হার্সভীল সিভিক সেন্টারে অনুষ্ঠিত হবে “দ্যা ধ্রুপদী ফেনোমেনন”।
সিডনি বাঙালি কমিউনিটির বিশেষ পরিচিত নৃত্যশিল্পী ,কোরিওগ্রাফার এবং নৃত্য শিক্ষিকা শ্রেয়সী দাসের নটরাজ ড্যান্স একাডেমীর পক্ষ থেকে এক বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ।উক্ত অনুষ্ঠানে ভারত থেকে আগত শ্রেয়সী দাসের নৃত্য শিক্ষিকা শ্রদ্ধেয় গুরুজী সঞ্চিতা ভট্টাচার্য কে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে করবেন এবং গুরু-শিষ্যের বিশেষ নৃত্য পরিবেশনাও থাকবে।উল্লেখ যে নৃত্যগুরু সঞ্চিতা ভট্ট্যচার্য্যের এই বিশেষ পরিবেশনাটি বিশ্বের বেশ কয়েকটি শহরে অনেক সুনাম কুড়িয়েছে।
উক্ত অনুষ্ঠানের টিকিট মূল্য ২০ ডলার।
Leave a Reply