আজ ২৪ তারিখ রবিবার সিডনির মিন্টোস্থ শ্রী শিবা মন্দিরে মহা ধুমধামে পালিত হলো হিন্দুদের মহা উৎসব শুভ দোল পূর্নিমা বা হোলি উৎসব। নানান আয়োজনের মধ্যে ছিল হোলিকা দহন, রঙ খেলা, লাইভ ডিজে, মুখোরোচক খাবারের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান । প্রচুর মানুষ এতে অংশ গ্রহন করে। সব বয়সের দর্শনার্থীরা তাদের পরিবার সন্তান ও বন্ধুদের নিয়ে এসেছিল এই রঙের উৎসবে।সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে মানুষের ভীর ছিল উল্লেখযোগ্য।আবীর ও নানা রঙের বন্যায় আর লাইভ ডিজের সুর মূর্ছনায় ভেসেছে উপস্থিত সকলেই।
হোলি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত হয়। বসন্ত এলেই মানুষ হোলির জন্য অপেক্ষা করতে থাকে। হোলিকে রঙের উৎসবও বলা হয়। এই উৎসবে মানুষ একে অপরের গায়ে রঙ লাগায়। এ নিয়ে প্রতিবছরই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।
শুধু বাংলাদেশ ভারত বা নেপালেই নয়, হোলির আনন্দ এখন সারা বিশ্বেই দেখা যায়। মূলত রাধাকৃষ্ণের প্রেমকথার ওপর ভিত্তি করে হোলি উৎসব হয়ে উঠেছে রঙ, আনন্দ এবং ভালোবাসার উৎসব।
Leave a Reply