শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন

জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৬০ Time View

আশি ও নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী চাইম ব্যান্ডের ভোকাল খালিদ আজ সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।রাজধানীর গ্রিনরোডের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার তাঁর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।হাসপাতাল থেকে জানা যায়, সন্ধ্যায় হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।তার মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া

খালিদের গাওয়া বহু জনপ্রিয় গানের মধ্যে ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’ উল্লেখযোগ্য।

বাংলা ব্যান্ড সংগীতের স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্রের নাম খালিদ, যিনি চাইমের খালিদ নামে পরিচিত।
গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন।
১৯৮৭ সালে সারগাম থেকে প্রকাশিত ‘চাইম’ এর প্রথম অ্যালবাম (সেলফ টাইটেলড) দিয়ে যাত্রা শুরু তাঁর। চাইমের ব্যান্ড অ্যালবামের চেয়ে খালিদ জনপ্রিয় হয়ে যান ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে। মূলত খালিদ তাঁর জনপ্রিয়তা ধরে রাখেন ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে।

বহুদিন যাবত সংগীত জগত থেকে দুরে ছিলেন এই গায়ক। তার পরিবার বর্তমানে নিউইয়র্কে বসবাস করছে। মাঝেমধ্যে খালিদ দেশে আসতেন। এবারের আসা তার শেষ আসায় পরিনত হলো।সবাইকে রেখে পাড়ি জমালেন না ফেরার দেশে। “কোনো কারনেই ফেরানো গেলো না তাকে……..”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category