সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

সিডনিতে লিভারপুল ইসলামিক সেন্টারের বার্ষিক মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭ Time View

সিডনির মুসলিম কমিউনিটির সেবায় নিবেদিত প্রতিষ্ঠান MIA Liverpool Islamic Centre সম্প্রতি তাদের বহুল প্রত্যাশিত বর্ষশেষ নৈশভোজের আয়োজন করে। ভালোবাসা, যত্ন ও আন্তরিক প্রস্তুতির মধ্য দিয়ে আয়োজিত এই মিলনমেলা ছিল সত্যিই স্মরণীয়। যেখানে ছিল হৃদ্যতা, আত্মসমালোচনা ও গভীর অর্থবহ আলাপচারিতা। পুরো সন্ধ্যাজুড়ে সবাই নতুন করে উপলব্ধি করেছেন, কেন এই সেবামূলক কাজ আমাদের সবার জন্য এত গুরুত্বপূর্ণ।

এই সফল আয়োজনের পেছনে নিরলসভাবে কাজ করা MIA-এর সকল স্টাফদের প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। তাঁদের নিষ্ঠা, দলগত প্রচেষ্টা ও আন্তরিকতা আয়োজনটিকে অনন্য করে তুলেছে। ছোট-বড় প্রতিটি বিষয়ের প্রতি তাঁদের যত্ন সত্যিই প্রশংসনীয়, আল্লাহ তায়ালা যেন তাঁদের সকল প্রচেষ্টার উত্তম প্রতিদান দান করেন।

এছাড়াও MIA-এর সঙ্গে পথচলায় অবিচলভাবে পাশে থাকা সম্মানিত অংশীদারদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অংশীদারদের মধ্যে রয়েছেন—
National Zakat Foundation, Human Appeal Australia, Project Quran, Best Buy Autos, The Butcher Brothers, One World, Medina Homes, Future Form, Home7 Real Estate, Fettayleh Foods, Hafda Butchery, One World Espresso, Property People, Thai Me, Rehab N’ Run, ICTechnology, iBusinessFormula, HealthPoint Podiatry, Priority Protection, Amplified Solutions এবং Allcare।

সবশেষে, MIA-এর সকল মুসল্লি, পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতিও জানানো হয় আন্তরিক ধন্যবাদ—যাঁরা সিডনির মুসলিম কমিউনিটির সেবায় MIA-এর মহৎ লক্ষ্য ও মিশনে আস্থা রেখেছেন। বছরের শেষ প্রান্তে এসে সবার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ঐক্যবদ্ধভাবে সেবার পথে এগিয়ে যাওয়ার নতুন প্রত্যয়ে সবাই অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category