সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

সিডনিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১ Time View

গত ২০শে ডিসেম্বর বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া বাংলাদেশের মহান বিজয় দিবসে দোয়া, আলোচনা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সিডনির ল‍্যাকেম্বার ইউনাইটিং চার্চ হলে বঙ্গবন্ধুপ্রেমী সব সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ লাভলী রহমান। এবারের ব্যতিক্রমী আয়োজনে সিডনির বীর মুক্তিযোদ্ধাঃ মিজানুর রহমান তরুন, ডাঃ হাবিবুর রহমান বিশ্বাস, জামাল উদ্দিন ও শাহাদত হোসেনকে বিশেষ অতিথি হিসেবে মন্চে আসন ও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠান শুরুতেই প্রথমেই পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ করে শোনানো হয়। এর পরে উপস্থিত সবাই সমবেত কন্ঠে বাংলাদেশের বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপরপরই মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বঙ্গবন্ধুসহ ৩০ লক্ষ শহীদের এবং শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য দোয়া পাঠ করেন শাহে আলম সৈয়দ। দেশের এই ক্রান্তিকালে একটি ভিন্ন আঙ্গিকে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া এই বিজয় দিবস পালন করলো। আলোচনায় সকল বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার উদ্দিন ইফতু।বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ড. নিজাম উদ্দিন আহমেদ, তিন বঙ্গবন্ধু পরিষদের ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও পরিষদের সাবেক সভাপতি ডাঃ নূরুর রহমান খোকন, শাহ আলম সৈয়দ, মোস্তাক মেরাজ, পূরবী বড়ুয়া, নাসিম সামাদ, মাকছুদুর রহমান চৌধুরী সুমন, আনিসুর রহমান রিতু, অপু সরোয়ার, গিয়াস উদ্দিন মোল্লা, হারুনুর রশীদ, মনির হোসেন, আশিক সুজন, মাঈনুল ইসলাম জনি ও মন্চে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

সভায় সকল বক্তারা বর্তমানে বাংলাদেশে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের জনবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য বিশেষ উৎকন্ঠা প্রকাশ করেন। সভায় বক্তারা বলেন বাংলাদেশ স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার জন্য ডক্টর ইউনুস রিসেট বাটন প্রেস করেছেন। তাতে মুক্তিযুদ্ধের সমন্ত ইতিহাস, জয় বাংলা স্লোগান, আমাদের জাতীয় পতাকা, আমাদের জাতীয় সংগীত সহ স্বাধীনতার সমস্ত স্মৃতি তিনি মুছে ফেলতে চান। বক্তারা দেশে বিদেশে অবস্থিত সমস্ত বঙ্গবন্ধু কর্মীদের একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেন।

স্বাধীনতার চেতনা ও দেশের গান দিয়ে সাজানো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালন করেন ড. রতন কুন্ডু। সংগীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন, পূর্ণতা কুন্ডু ও প্রতীতির পুরো টীম। প্রতীতির কর্ণধার সিরাজুস সালেকীনের সস্চালনায় ও অংশগ্রহণে প্রতীতির ফারুক আহমেদ, লরিনা নূপুর রোজারিও, শরিফা সুলতানা মুন্নী, ফয়সল খালিদ শুভ, মারিয়া মুন, রিনি গোস্বামী, অনুপম গোস্বামী, কাদেরী কিবরিয়া, মমতাজ রহমান ও রুমানা সিদ্দিকী দেশের গান পরিবেশন করেন। অনুষ্ঠানে তবলায় সংগত দেন বিজয় সাহা ও মিঠু বর্মন। গীটারে সংগত দেন অয়ন দত্ত। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন ভবের হাটের ব‍্যবস্থাপনা পরিচালক জাকি খন্দকার।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ডাঃ লাভলী রহমান সংগঠনের সবাইকে তাদের অনুদান, সময়, শ্রম, সাহায্য সহযোগিতা দিয়ে একটি সার্থক ও সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সংগঠকদের পক্ষ থেক ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দরের দৃষ্টিতে দেখার আহবান জানান। এরপর আগত অতিথিদের নৈশভোজে অংশগ্রহণের জন্য অনুরোধ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে আগত সকল অতিথিদের বৈকালিক চা ও নৈশভোজে আপ্যায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category