সিডনির বন্ডাই বিচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় দুই বন্দুকধারীর একজনের নাম নাভিদ আকরাম। এই গুলিতে কমপক্ষে ১২ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এবিসি অস্ট্রেলিয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, সিডনি শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা আকরাম, অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডাই সৈকতে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার সন্ধ্যায় সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে দুই বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১২ জন নিহত হন।
এর আগে জানানো হয়েছিল, পুলিশের গুলিতে একজন বন্দুকধারী নিহত হয়েছে, এবং দ্বিতীয়জনকে আটক করা হয়েছে। আটককৃত সন্দেহভাজন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়।
তবে, হামলাকারীদের মধ্যে নাভিদ কে তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ আরও জানায় যে তারা গাড়িতে বেশ কিছু ‘বিস্ফোরক ডিভাইস’ পেয়েছে, যা বন্দুকধারীর সাথে সম্পর্কিত।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা একটি গাড়িতে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস পেয়েছি যা নিহত অপরাধীর সাথে সম্পর্কিত।’
এক বিবৃতিতে তারা আরও জানিয়েছে যে, ওই এলাকায় পাওয়া বেশ কিছু সন্দেহজনক জিনিস বিশেষজ্ঞ কর্মকর্তারা পরীক্ষা করে দেখছেন।