অস্ট্রেলিয়ার সিডনিতে বিএনপির “সোশ্যাল মিডিয়ায় ফ্যাক্ট চেকিং এবং এআই এর ব্যবহার” শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর সিডনির লাকাম্বা লাইব্রেরিতে আয়োজিত এই কর্মশালায় অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীরা সরাসরি ও অনলাইনে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের Professor of Business Analytics & Applied AI এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বহিঃবিশ্বে পেশাজীবী এক্সপার্টিজ গ্রুপের সদস্য প্রফেসর ড. শাহ জে মিয়া পরিচালনায় কর্মশালায় আধুনিক ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া, এআই ভিত্তিক যাচাই প্রযুক্তি, ভুয়া তথ্য শনাক্তকরণ অ্যালগরিদম, ডিজিটাল মনিটরিং এবং নৈতিক ডিজিটাল অ্যাক্টিভিজম বিষয়ে তথ্য প্রদান করা হয়।
অস্ট্রেলিয়া বিএনপি, অঙ্গসংগঠন এবং জিয়া সাইবার ফোর্সের প্রায় ২০ জন তরুণ সদস্য এই কর্মশালায় হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শিখেছেন—তথ্য যাচাইয়ের ধাপ, অনলাইন অপতথ্য শনাক্তকরণ, সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ প্রযুক্তি এবং এআই নির্ভর ফ্যাক্ট-চেকিং টুল ব্যবহারের কৌশল।
কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম. তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি, বিএনপি অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক শফিউল আলম সফিক, এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব হিটলু।
কর্মশালাটি সঞ্চালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আশওয়াদুল হক বাবু। ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড ও তাসমানিয়া থেকেও নেতৃবৃন্দ জুমের মাধ্যমে যুক্ত হয়ে অংশগ্রহণ করেন, যা অস্ট্রেলিয়া বিএনপির দেশব্যাপী ডিজিটাল নেটওয়ার্কিং সক্ষমতার পরিচয় তুলে ধরে।