মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবরকে গুজব বললেন মেয়ে অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৮ যুক্তরাষ্ট্রে ৪০ দিনের শাটডাউন অবসানে সমঝোতা, সিনেটে বিল পাস একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল : মির্জা ফখরুল সিডনিতে জাকারান্ডা উৎসব: প্রবাসী নারীদের উচ্ছ্বাসে বেগুনি রঙের বিকেল অস্ট্রেলিয়ায় ২৪ সংগঠনের যৌথ উদ্যোগে সিডনিতে ‘বিজয়া সম্মিলনী ২০২৫’ — প্রবাসে ঐক্য, মানবতা ও সংস্কৃতির মিলনমেলা যুক্তরাষ্ট্রে পুলিশের ধাওয়ায় পালানোর সময় গাড়ির ধাক্কায় নিহত ৪, আহত ১১ যুক্তরাষ্ট্রে এআই ডেটা সেন্টারে ৬০০ বিলিয়ন বিনিয়োগ করবে মেটা

অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) লাকেম্বা লাইব্রেরি মিলনায়তনে অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে যোগ দেন প্রবাসী বিএনপির শতাধিক নেতা-কর্মী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন,“জাতীয় বিপ্লব ও সংহতির চেতনা আজও বাংলাদেশের গণতন্ত্রের প্রেরণা। ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাড়াতেই আমাদের লড়াই।”

সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম তাওহীদুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ ও ইঞ্জিনিয়ার মশিউর রহমান মুন্না।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন কোষাধ্যক্ষ মনজুরুল হক আলমগীর।

প্রধান বক্তা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক বলেন,“তারেক রহমানের নেতৃত্বে এখন আমাদের লক্ষ্য সংগঠনকে শক্তিশালী করা। প্রতিটি প্রবাসী কর্মীকেই সংগঠনের শক্তিতে পরিণত হতে হবে।”

অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন কুইন্সল্যান্ড বিএনপির আহবায়ক সাঈদ চৌধুরী ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন,
এছাড়া পশ্চিম অস্ট্রেলিয়া থেকে যোগ দেন ফয়সাল মাহমুদ,
ভিক্টোরিয়া বিএনপির আহবায়ক মোঃ আরিফ খান,
তাসমানিয়া বিএনপির আহবায়ক মাফুজুর রহমান প্রমুখ।

সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী বলেন,
“বিপ্লব ও সংহতির এই দিন আমাদের দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের শপথের দিন।”সিনিয়র সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি বলেন,“দেশের স্বার্থে ও গণতন্ত্রের জন্য প্রবাস থেকেও আমাদের ভূমিকা রাখতে হবে।”

সহ-সভাপতি সেলিম লকিয়ত, মোবারক হোসেন, মোহাম্মদ ফয়জুর চৌধুরী, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির আহবায়ক মোঃ কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক,
ডা. শাহ মিয়া শরিফ, যুবদল আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মশিউর রহমান তুহিন, সদস্য সচিব জাহিদুর রহমান, ফারুক খান, মহিলা দলের সদস্য সচিব হাসনা হেনা, সহ-দপ্তর সম্পাদক মোঃ বাদশা বুলবুল, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক শাহেদুজ্জামান শাহেদ বক্তব্য রাখেন।

শেষে সভাপতি এ.এফ.এম তাওহীদুল ইসলাম বলেন,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি সকল নেতাকর্মীকে জাতীয় বিপ্লব ও সংহতির চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category