বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

ইতিহাসে নতুন অধ্যায়: প্রথমবারের মতো সংসদ সদস্যের অফিসে উদ্বোধন হলো স্ট্রিট লাইব্রেরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

২০তম এ-বি স্ট্রিট লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের হুইপ ও লেপিংটনের সংসদ সদস্য মাননীয় নাথান হ্যাগার্টি এমপি-এর স্থানীয় সংসদীয় অফিসে। এটি শুধু এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনক.-এর নয়, বরং গোটা অস্ট্রেলিয়ার ইতিহাসে এক ঐতিহাসিক অর্জন — কারণ এই প্রথমবার কোনো পার্লামেন্ট সদস্যের অফিসে একটি স্ট্রিট লাইব্রেরি স্থাপন করা হয়েছে।

এই অসাধারণ সাফল্য সম্ভব হয়েছে মাননীয় নাথান হ্যাগার্টি এমপি-এর দীর্ঘদিনের সহযোগিতা ও কমিউনিটি নেতৃত্বের কারণে। তিনি শুরু থেকেই এ-বি স্ট্রিট লাইব্রেরি প্রকল্পের একনিষ্ঠ সমর্থক ও শুভানুধ্যায়ী। উদ্বোধনের সময় তিনি বলেন, “এটি আমাদের নির্বাচনী এলাকার মানুষের জন্য এক উন্মুক্ত সুযোগ — এখানে যে কেউ এসে একটি বই নিতে পারেন এবং যার হাতে বাড়তি বই আছে, সে রেখে যেতে পারেন । আসুন, আমাদের অফিসে আসুন, এই সুন্দর উদ্যোগের সুফল ভোগ করুন।”


নাথান হ্যাগার্টি এমপি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এই সৃজনশীল স্থাপনাটি বাস্তবায়নের জন্য এবং বলেন, “এটি কেবল একটি বইয়ের বাক্স নয়, এটি জ্ঞান, উদারতা ও কমিউনিটির সংযোগের প্রতীক।”

অনুষ্ঠানে তিনি ম্যানস শেড ম্যাকোয়ারি ফিল্ডস-এর স্বেচ্ছাসেবকদের এই প্রকল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র (Certificate of Appreciation) প্রদান করেন, যা উপস্থিত সকলের মাঝে অনুপ্রেরণার সঞ্চার করে।

অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও কাউন্সিলর আশ রহমান, যিনি প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি আকর্ষণীয় করে তুলেন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিস সোনালি লুথরা, আল-ফয়সাল কলেজের অধ্যক্ষ, যাঁর নেতৃত্বে শিক্ষার্থীরা এই লাইব্রেরির সৃজনশীল নকশা ও চিত্রায়ন সম্পন্ন করেছে; ফিল ওয়াট, ম্যানস শেড ম্যাকোয়ারি ফিল্ডস-এর প্রতিনিধি; মোয়ানা ও ডায়ানা, হ্যান্ডস অন হার্টস এর প্রতিনিধি; মো. শফিকুল আলম, কাইসার আহমেদ, তামান্না রহমান, সুই সেন পাল, হিমেল মাহমুদ অর্ণব এবং মিজানুর রহমান, যাঁরা সবাই এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে ইতিহাসের অংশ হন ।
অনুষ্ঠানের সমাপনী অংশে এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনক.-এর সভাপতি কামাল পাশা বলেন,“আমরা করোনা মহামারির সময় শুরু করেছিলাম বই বিনিময়ের এই মানবিক যাত্রা। পাঁচ বছর পর আজ এই উদ্যোগ অস্ট্রেলিয়ান স্টেট পার্লামেন্টের স্থানিও কার্যলয়ে পৌঁছে গেছে — এটা শুধু আমাদের নয়, সমগ্র কমিউনিটির অর্জন । আর এই অর্জন সম্ভবত হয়েছে আপনাদের সকলের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে । বই, ভালোবাসা ও ঐক্যের এই আন্দোলন এখানেই শেষ নয়, এটি অগ্রযাত্রার নতুন অধ্যায়।”

স্থান: নাথান হ্যাগার্টি এমপি-র অফিস, লেপিংটন ভিলেজ
থিম: “বই নিন, বই দিন — অনুপ্রেরণা ছড়ান”

Please Share This Post in Your Social Media

More News Of This Category