অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক রাজধানী সিডনি গত ১ নভেম্বর যেন জমে উঠেছিল খাঁটি বাংলাদেশি সঙ্গীতের উন্মাদনায়। Whitlam Leisure Centre-এ অনুষ্ঠিত “Gamma College MusicFest 2025” রূপ নেয় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ও স্মরণীয় সঙ্গীত উৎসবে। হাজারো দর্শকের উপস্থিতি, আলো–সাউন্ডের আধুনিক কারিগরি আর তারকাদের ঝলক—সব মিলিয়ে একটি পরিপূর্ণ বিনোদনের আয়োজন।

এক মঞ্চে দুই কিংবদন্তি: আর্টসেল ও মাইলস শুরুর ঘোষণা পড়তেই উত্তেজনায় কেঁপে ওঠে হল। রক সঙ্গীতের আইকন আর্টসেল মঞ্চে আসতেই দর্শক–শ্রোতাদের হৃদয় যেন আরও জোড়ে ধ্বনিত হয়।
“অনিকেত প্রান্তর”, “অবসাদ”, “অচেনা ভালোবাসা”, “ধূসর সময়”—প্রতি গানে প্রতিধ্বনিত হয় প্রবাসী তরুণদের আবেগ। মনে হচ্ছিল যেন মুহূর্তেই সিডনি বদলে গেছে ঢাকার প্রিয় রক কনসার্টের ধ্বনি–গগনে।

এরপর আসে সেই প্রত্যাশিত মুহূর্ত—বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড মাইলস মঞ্চে উঠতেই শুরু হয় nostalgia-র সোনালি ঢেউ।
প্রয়াত শিল্পী সাফিন আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করে “জাদু” ও “দরদিয়া” উৎসর্গ করে মাইলস। সেই সময়ে কে কোথায়—কেউ আর ভাবেনি; চোখ ভিজেছে সুরে, কথায়, স্মৃতিতে।

“ফিরিয়ে দাও আমারে”, “চাঁদ তারা সূর্য”, “নীলা”—প্রতি গানেই যেন সিডনির রাত নেচে ওঠে আলো আর উচ্ছ্বাসের স্রোতে। দর্শক–শিল্পী—সবাই মিলে আনন্দে ভাসেন।
আন্তর্জাতিক মানের প্রোডাকশন সকলের একবাক্য প্রশংসা সাউন্ড, লাইট ও LED সেটআপ সবকিছুতেই ছিল নিখুঁততা ও শৈল্পিক সৌন্দর্য। দর্শক ও শিল্পীরা বারবার জানিয়েছেন
“এই আয়োজনের কারিগরি মান সত্যিকার অর্থে আন্তর্জাতিক।”
আয়োজক Greenfield Entertainment শুরু থেকেই ঘোষণা দিয়েছিল,”We promised ‘The Quality Concert’ and we delivered it. Thank you Sydney & our sponsors for the immense love and support.” এবং তারা সত্যিই কথা রাখল।
সম্মাননা ও কৃতজ্ঞতায় মোড়ানো সফলতার গল্প কনসার্ট শেষে শিল্পী, প্রযুক্তিবিদ, ডিজাইনার, ভলেন্টিয়ার এবং স্পনসরদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। কারণ এই উৎসব কেবল মঞ্চের ওপারের তারকা নয়, অনেক অদেখা হাতেরও যৌথ সাফল্য।
অংশীদারদের প্রতি বিশেষ সম্মান
Title Sponsor: Gamma College
Powered By: Alfa College, Luminedge, Ample Accounting & Taxation Services, BetaWatt Solar, Khushboo Sweets & Restaurant, Aus Dream Built
In Association With: স্বদেশ বার্তা, Opera Music Station, সিডনি প্রতিদিন, Pennywise Pathways, Event n Tickets, Gaan Baksha, Dhaka Delights, Optek International, Sherish Aalmira
Organised By: Greenfield Entertainment
সিডনির প্রবাসী কমিউনিটি আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিশেষভাবে এনামুল হক, ফয়সাল আজাদ, মিরাজ হোসাইন এবং মাসুদুর রহমানের প্রতি।
তাদের পেশাদারিত্ব, পরিকল্পনা ও দিনরাতের পরিশ্রমই এনে দিয়েছে এই মহাসাফল্য।সঙ্গীতপ্রেমীদের হৃদয়ের মেলবন্ধন
শিল্পীরা বলেন,”এটি শুধু একটি কনসার্ট নয়; এটি ছিল হৃদয় স্পর্শ করা সঙ্গীতময় মিলনমেলা।”
দর্শকেরাও একবাক্যে জানায়,”এমন পরিপূর্ণ ও আবেগঘন কনসার্ট অনেকদিন দেখিনি ধন্যবাদ আয়োজকদের।”
শেষ কথায় প্রতিশ্রুতির আলো আয়োজক কমিটির কণ্ঠে ছিল নতুন পথচলার প্রত্যয়, তারা বলেন,”ধন্যবাদ সিডনি!
ধন্যবাদ আমাদের শিল্পী, স্পনসর, মিডিয়া পার্টনার, ভলেন্টিয়ার ও দর্শকদের। আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা সামনে, আরও বড় ও মানসম্মত আয়োজন নিয়ে আমরা আবার ফিরব।”