সাম্প্রতিক সময়ে ক্রিকেটের ২২ গজে অস্ট্রেলিয়া ও ভারতের লড়াই বাড়তি উন্মাদনার জোগান দিচ্ছে। চলতি মাসেই তারা দুই ফরম্যাটের সিরিজে মুখোমুখি হবে। পার্থে ১৯ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই লড়াই। তার আগেই দুঃসংবাদ পেল স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে লেগস্পিনার অ্যাডাম জাম্পা এবং উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস দুই ওয়ানডে থেকেই ছিটকে গেছেন।
ইতোমধ্যে এই দুজনের বদলিও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জাম্পার বদলে স্পিনার ম্যাথু কুনেমান ও ইংলিসের বিকল্প হিসেবে চার বছর পর ওয়ানডে দলে ডাক পেলেন জশ ফিলিপ। এ ছাড়া সবমিলিয়ে তিনি জাতীয় দলে খেলেছেন দুই বছর আগে (টি-টোয়েন্টিতে)। জাম্পার প্রথম ওয়ানডে থেকে ছিটকে পড়ার কারণ হিসেবে বলা হয়েছে পিতৃত্বকালীন ছুটির কথা। আর ইংলিস এখনও পায়ের মাংসপেশির চোট থেকে সেরে ওঠেননি।
জশ ফিলিপও অবশ্য সুযোগ পেতেন না যদি স্কোয়াডে উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি থাকতেন। মূলত আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতি হিসেবে শেফিল্ড শিল্ডে খেলছেন তিনি। দ্বিতীয় ওয়ানডে থেকে তিনি জাতীয় দলে যুক্ত হবেন। ইংলিসকে অবশ্য দ্বিতীয় ওয়ানডেতেও পাবে না অজি বাহিনী। সিএ’র প্রত্যাশা– ২৫ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে পুরো ফিট হয়ে ফিরবেন এই ডানহাতি ব্যাটার।
এদিকে, জাম্পার স্ত্রী হ্যারিয়েট সন্তানসম্ভবা। অল্প সময়ের মাঝে দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছে এই দম্পতি। সে কারণে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডের ভেন্যু শহর পার্থেও জাম্পা যাননি। সেখান থেকে নিউ সাউথ ওয়েলসে দ্রুততম সময়ে ভ্রমণ করা তার জন্য কষ্টসাধ্য হতো। ওই শহর থেকে আবার দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের ভেন্যু অ্যাডিলেড এবং সিডনি তুলনামূলক নিকটদূরত্বের। ওয়ানডে সিরিজ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-ভারত। ওই সিরিজের দলেও আছেন জাম্পা।
এদিকে, কুনেমান অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিন বছর পর। একাদশে থাকলে সিরিজের প্রথম ওয়ানডে হতে পারে ফরম্যাটটিতে ঘরের মাঠে তার প্রথম ম্যাচ। সাম্প্রতিক সময়ে কুনেমানকে নিয়ে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের টেস্ট ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, দক্ষিণ আফ্রিকায় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ, নিউজিল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভ্রমণ করলেও, মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।