অস্ট্রেলিয়ার সিডনিতে দুইদিনব্যাপী অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর বৃহস্পতিবার লবার্ন স্ট্রিটের সিডনি মেসনিক সেন্টারে আয়োজন এ বিজনেস এক্সপো সমাপ্ত হয়।
এক্সপোর মূল আকর্ষণ ছিল তিনটি পৃথক প্যানেল সেশন, যেখানে অংশ নেন দুই দেশের ব্যবসায়ী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এক্সপোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের ইন্ডাস্ট্রি ও ট্রেড মন্ত্রী অনুলাক চান্থিভং এমপি।
সকালের প্রথম সেশনে অনুষ্ঠিত হয় ‘বিল্ডিং টুমরো: ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং পার্টনারশিপস ফর গ্রোথ’ শীর্ষক আলোচনা। এতে অংশ নেন ক্যাম্বেলটাউন সিটির মেয়র ডার্সি লন্ড, বাংলাদেশের কর্ণফুলি গ্রুপের নির্বাহী পরিচালক সামিউর ইসলাম, স্প্যারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম এবং কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ম্যানেজার ক্রিস মানোস্কি।
এক্সপোতে শিক্ষাখাতভিত্তিক বিশেষ আলোচনায় বক্তব্য রাখেন স্টাডি এনএসডব্লিউ-এর অ্যাসোসিয়েট ডাইরেক্টর ভিকি ক্লেয়ার, ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. সবুর খান এবং ম্যাকোয়ারি ইউনিভার্সিটির আন্তর্জাতিক নিয়োগ পরিচালক তানভীর শাহিদ।
বিকেলে অনুষ্ঠিত শেষ সেশনের আলোচ্য বিষয় ছিল ‘পাওয়ারিং পার্টনারশিপস: অস্ট্রেলিয়া অ্যান্ড বাংলাদেশ ইন দ্য রিনিউএবল এনার্জি ট্রানজিশন’। এতে অংশ নেন অস্ট্রেলিয়ান সিনেটর ডেভ শর্মা, রিভারী পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক, ডাব্বো রিজিওনাল কাউন্সিল ডিরেক্টর জেসিকা ব্রাউন, স্মার্ট এনার্জি অস্ট্রেলিয়ার প্রতিনিধি উইল কার এবং এনএসডব্লিউ সরকারের ক্লিন এনার্জি বিভাগের পরিচালক টিম স্টক।