অস্ট্রেলিয়ার সিডনিতে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫, চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।
সিডনির ম্যাসনিক সেন্টারে আয়োজিত এ এক্সপো সকাল ৯টায় শুরু হবে। দুই দিনব্যাপী এ এক্সপোতে থাকবে বিশেষ সেমিনার, বিজনেস নেটওয়ার্কিং ডিনার। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে অংশ নিবেন দুই দেশের শীর্ষ ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারীবৃন্দ।
এদিন সকালে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স এমপি আনুষ্ঠানিকভাবে এ এক্সপো উদ্বোধন করবেন।
দুদিনব্যাপী এ এক্সপোতে অংশগ্রহণকারীরা সেমিনার ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পেয়ে দুই দেশের বাজার সম্পর্কে গভীরতর ধারণা অর্জন করবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম।