অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিবছরের মতো এবারও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছে ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল।
গত ২৮ সেপ্টেম্বর রবিবার ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সাধারণ দৌড়, মার্বেল-চামচ দৌড়, বিস্কুট দৌড়, সাধারণ জ্ঞান পরীক্ষাসহ বিভিন্ন খেলায় অংশগ্রহন করে শিক্ষার্থীরা। এছাড়াও অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার ছবি প্রদর্শন করা হয়।
সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আবদুল জলিল, নাজমুল আহসান খান ও স্কুলের কার্যকরী কমিটির সভাপতি ফায়সাল খালিদ শুভ। এই পর্যায়ে বাংলা স্কুল সাধারণ সম্পাদক রাফায়েল রোজারিও অস্ট্রেলিয়ার ভুমি সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহ-সভাপতি নুরুল ইসলাম শাহিন ও কার্যকরী কমিটির সদস্য ইয়াকুব আলি। পুরস্কার বিতরণ পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ রুমানা খান মোনা।
স্কুলের সভাপতি ফায়সাল খালিদ শুভ দুপুর আড়াইটায় আগামীতে আরও সুন্দর ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।