মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

রিভারস্টোনে হাভেলি রেস্টুরেন্টে কার্বন মনোক্সাইড গ্যাস লিক: ১ জন নিহত, ৬ জন হাসপাতালে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮ Time View

সিডনি’র রিভারস্টোনে মঙ্গলবার সকালে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কার্বন মনোক্সাইড গ্যাস লিক হওয়ার ঘটনায় একজন মারা গেছেন এবং ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে গারফিল্ড রোড এবং রেলওয়ে টেরেসের কোণে অবস্থিত হাভেলি ইন্ডিয়ান রেস্টুরেন্টে সকাল প্রায় ৯টা ২০ মিনিটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ এবং অ্যাম্বুলেন্সের দল ঘটনাস্থলে পৌঁছায়।

হাসপাতালে নেওয়া ছয়জনের মধ্যে পাঁচজন পুলিশ অফিসার এবং একজন সাধারণ ব্যক্তি রয়েছেন। কর্তৃপক্ষ জানাচ্ছে, তাদের অবস্থা স্থিতিশীল। তবে ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা গেছেন। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

Fire and Rescue NSW-এর হ্যাজারডাস ম্যাটেরিয়াল (Hazmat) ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্যাসের মাত্রা পরীক্ষা করছে এবং কীভাবে কার্বন মনোক্সাইড লিক হলো তা অনুসন্ধান করছে।

এ ঘটনায় গারফিল্ড রোডের একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আশেপাশের বাসিন্দাদের জন্য কোনো অতিরিক্ত ঝুঁকি নেই।

এখনও তদন্ত চলছে, গ্যাস লিকের সঠিক কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
#firehazard #sydney #highlightseveryonefollower #আমাদেরকথানিউজপোর্টাল

Please Share This Post in Your Social Media

More News Of This Category