অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার নির্বাচনে আনিস-সাদিকুর প্যানেলের বিজয় হয়েছে। ৬ সেপ্টেম্বর রবিবার সংগঠনের নিজস্ব ভবনে সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১১৭৫ জন মধ্যে ৯৪০ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি ড. আনিসুল আফসার জানান, সবাই একসাথে কাজ করে আমাদের কমিউনিটির অগ্রগতি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচনে বিভিন্ন পদের মধ্যে সভাপতি ড: আনিসুল আফসার, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খান, সহ-সভাপতি ইঞ্জি. সাইফুল ইসলাম ও ইঞ্জি. হাবিব ভূঁইয়া, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জি. আলমগীর কবির ও এটিএম মোরশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম, প্রকাশনা ও প্রচার সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, শিক্ষা সম্পাদক ডা. আবুল কাসেম, ক্রীড়া ও যুব সম্পাদক শাহ এ মতিন, সমাজকল্যাণ ও বিনোদন সম্পাদক শফিউর রহমান শফি, মহিলা বিষয়ক সম্পাদক মো. আব্দুল মতলেব, কার্যনির্বাহী সদস্য মো. জাহিদ ফারহান বান্টি, সাইদ এম রহমান (লিপু), মো. গোলাম জিলানি, আবুল হায়াত ভূঁইয়া (হায়াত), মাহমুদ হক (মামুন), আব্দুস সবহান ও শামসুল হক (বাচ্চু) নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ডা. তোজাম্মেল হোসেন ও সহকারী নির্বাচন কমিশনার হামিদ শেখ এবং আশরাফ চৌধুরী।