সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

নিউক্যাসেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শিক্ষার্থী: দুইজন নিহত, দুইজন হাসপাতালে চিকিৎসাধীন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২০৯ Time View

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের নিউক্যাসেল শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশি শিক্ষার্থী হতাহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে মেফিল্ড এলাকার মেইটল্যান্ড রোড ও ইংগল স্ট্রিটের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একটি মেরুন টয়োটা করোলা নিয়ন্ত্রণ হারিয়ে টেলিগ্রাফ খুঁটির সঙ্গে ধাক্কা খেলে গাড়িটিতে আগুন ধরে যায়। এসময় গাড়িতে থাকা চার তরুণ শিক্ষার্থী ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েন। তারা হলেন—আদিব (১৯), মাহিম (২২), আলিফ (১৯) এবং রাফি (২৪)।

দুর্ঘটনার পর গাড়িটি মুহূর্তেই আগুনে জ্বলতে থাকে। পথচারীরা দ্রুত এগিয়ে গিয়ে ২৪ বছর বয়সী চালক এবং ১৯ বছর বয়সী এক যাত্রীকে গাড়ি থেকে উদ্ধার করতে সক্ষম হন। অন্য দুইজন ভেতরে আটকা পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন। তবে তখনই তাদের শরীরের বড় অংশ দগ্ধ হয়ে গিয়েছিল।

চারজনকেই গুরুতর অবস্থায় জন হান্টার হাসপাতালে নেওয়া হয়। রোববার দুপুরে নিউ সাউথ ওয়েলস পুলিশ নিশ্চিত করেছে, দগ্ধ দুই তরুণ মারা গেছেন। অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের বয়স আনুমানিক ২০-এর কোঠায় ছিল।

এই দুর্ঘটনার খবর অস্ট্রেলিয়ার জাতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে এবং বিষয়টি স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের সঞ্চার করেছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং বাংলাদেশ হাই কমিশন পুলিশের সঙ্গে সমন্বয় করছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। গতি, যান্ত্রিক ত্রুটি অথবা অন্য কোনো বিষয় দায়ী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রত্যক্ষদর্শী বা প্রত্যেককে যাদের কাছে তথ্য আছে, তাদেরকে ক্রাইম স্টপারসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় প্রবাসী বাংলাদেশি সমাজ শোকাহত। সবাই নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category