সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

আসন্ন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের নির্বাচনে রায়হান- ফরহাদ প্যানেলের পরিচিতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১৩ Time View

আগামী ০৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের নির্বাচন। এ উপলক্ষে আজ ২৯ আগস্ট রনমুর কমিউনিটি সেন্টারে রায়হান-ফরহাদ পরিষদের প‍্যানেল পরিচিতি এবং দোয়া অনুষ্ঠিত হয়। মোতালিব ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প‍্যানেলটি পরিচয় করিয়ে দেন করিম ইকবাল।

প‍্যানেলে রয়েছেন সভাপতি পদে রায়হান করিম, সাধারণ সম্পাদক পদে ফরহাদ ইসলাম। অন্যান্য পদপ্রার্থীর মধ্যে রয়েছেন আহসানুল হক, এ, হেইচ, এম, তৌহিদুল মুর্শেদ, রাগিব আহমাদ, মোহাম্মদ শহিদুল্লাহ ভূঁইয়া, আমির আলী ভূঁইয়া, আবুল হোসেন সরকার, ডঃ শফিকুর রহমান, মোহাম্মদ শাহিনুল ইসলাম প্লাবন, মোহাম্মদ মনির হোসেন মোহাম্মদ আজিজুর রহমান আরজু, ডঃ খায়রুল চৌধুরী, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ দিদারুল ইসলাম, আহমেদ সাকিব সাফি, আবুল ফজল মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ জাহিদ হোসেন এবং তাইমুর কামাল।

এই প‍্যানেলের শ্লোগান হচ্ছে-Unite Today, Empower Tomorrow.
অনুষ্ঠানে বক্তব‍্য রাখেন ডাঃ শাফিন রাশেদ, মাহমুদ হোসাইন, ডঃ জহিরুল ইসলাম, রায়হান করিম, ফরহাদ ইসলাম প্রমুখ। অন‍্যান‍্যদের মাঝে উপস্থিত ছিলেন কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল, কাউন্সিলর আশিক রহমান এ‍্যাশ, মনিরুল হক জর্জ, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, ডঃ ইলিয়াস, মোস্তাফিজুর রহমান মজ্ঞু তালুকদার, মাহফুজুল হক চৌধুরী, কামাল পাশা প্রমুখ কমিউনিটি নেতৃবৃন্দ।

প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তারা প্যানেলটির সফলতা কামনা করেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইনক (AMWC) হল একটি নিবন্ধিত, অলাভজনক, স্বাধীন, অরাজনৈতিক, দাতব্য সম্প্রদায় কল্যাণ সংস্থা যা অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিম সিডনিতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের সেবা করে। AMWC ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ।

AMWC-এর মূল লক্ষ্য হল সম্প্রদায়ের মধ্যে একটি শক্তিশালী অস্ট্রেলিয়ান মুসলিম সংস্কৃতি গড়ে তোলা, একটি সামগ্রিক ইসলামী সম্প্রদায়ের কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে যেখানে ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক কার্যকলাপগুলি সাম্প্রদায়িক সম্পৃক্ততা এবং মিথস্ক্রিয়াকে সহজতর করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category